বুধবার,

১১ ডিসেম্বর ২০২৪,

২৭ অগ্রাহায়ণ ১৪৩১

বুধবার,

১১ ডিসেম্বর ২০২৪,

২৭ অগ্রাহায়ণ ১৪৩১

Radio Today News

ইউএস ওপেনের মুকুট জোকোভিচের মাথায়

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১২:০৬, ১১ সেপ্টেম্বর ২০২৩

Google News
ইউএস ওপেনের মুকুট জোকোভিচের মাথায়

নোভাক জোকোভিচ

নোভাক জোকোভিচ ২০২১ সালে বছরের প্রথম তিনটি গ্র্যান্ড স্লাম অস্ট্রেলিয়ান ওপেন, উইম্বলডন ও ফ্রেঞ্চ ওপেন জিতেছিলেন। দুই বছর পর হার্ড কোর্টের ইউএস ওপেনের পুরুষ এককের ফাইনালে সার্বিয়ান কিংবদন্তির মুখোমুখি হয়েছিল আবারো রুশ তারকা। আর্থার অ্যাশ স্টেডিয়ামে মেদভেদেভকে সরাসরি সেটে হারিয়ে নিজের ক্যারিয়ারের ২৪তম গ্র্যান্ড স্লাম শিরোপা জিতলেন জোকোভিচ। 

দানিল মেদভেদেভকে ৬-৩,৭-৬,৬-৩ গেমে হারিয়ে ৩ ঘণ্টা ১৭ মিনিটের দুর্দান্ত এক লড়াইয়ে এবারের ইউএস ওপেনের চ্যাম্পিয়ন হন সার্বিয়ান তারকা। চতুর্থবারের মতো ইউএস ওপেন শিরোপা জিতলেন নোভাক জোকোভিচ। 

সবশেষ ইউএস ওপেনের ফাইনাল জোকার খেলেছিলেন ২০২১ সালে। সেখানে তাকে ইতিহাস রচনা থেকে মেদভেদেভ বঞ্চিত করেছিলেন। সেবার রুশ তারকা ম্যাচটি জিতেন সরাসরি সেটে। 

দুই বছর জোকোভিচ যেন তারই প্রতিশোধ নিলেন এবার তাও আবার সরাসরি সেটে ম্যাচ জিতে। ম্যাচের শুরুতে হেসেখেলে প্রথম সেট জিতে নেন সার্বিয়ান এই কিংবদন্তি। এই জয়ে এক বছরে চতুর্থবারের মতো তিনটি গ্র্যান্ড স্লাম জিতলেন জোকোভিচ। 

রেডিওটুডে নিউজ/এসবি

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের