বাছাইপর্বে টানা দ্বিতীয় জয় পেয়েছে ব্রাজিল
বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে পেরুর বিপক্ষে আজ নেইমার জুনিয়রের দারুণ ক্রসে হেড দিয়ে বল জালে জড়ান ডিফেন্ডার মার্কিনিয়োস। তার করা একমাত্র গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে ব্রাজিল।
লিমার ন্যাশনাল স্টেডিয়ামে স্বাগতিক পেরুর বিপক্ষে খেলতে নেমেছিল নেইমারের দল। ম্যাচের আগে পেরুর ওঝারা জানিয়েছিলেন, "তুকতাক কৌশল অবলম্বন করে তারা নেইমারের পা বেঁধে ফেলেছে। যাতে ম্যাচে তিনি গোল না করতে পারেন।"
যদিও মাঠে এই ব্রাজিল তারকাকে বেশ প্রাণবন্ত দেখা গেছে। ম্যাচের প্রথমার্ধে এগিয়ে যেতে পারত ব্রাজিল। গোলখরায় ভোগা রিচার্লিসন কয়েকজনের মাঝ দিয়ে ঢুকে হেড দিয়ে বল জালে জড়িয়েছিলেন। তবে সেটি ভিএআরের কল্যাণে বাতিল করে দেন রেফারি।
ফলে প্রথম হাফে গোলের দেখা পায়নি কোনো দল। অবশ্য সেকেন্ড হাফেও গোলের দেখা পাচ্ছিল কোনো দল। ম্যাচের একমাত্র গোলের জন্য সেলেসাওদের ৯০ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয়। বিশ্বকাপ বাছাইয়ে এ নিয়ে টানা ৩৬ ম্যাচে অপরাজিত রইল ব্রাজিল।
ম্যাচের একেবারে শেষ মিনিটে কর্নার পায় ব্রাজিল। কর্নার থেকে ইনসুইংয়ে দারুণভাবে বল ভেতরে ক্রস করেন নেইমার। আর যেখান থেকে মাথা ছুঁয়ে মার্কিনিয়োস সফল লক্ষ্যভেদ করেন। আর এতে ম্যাচে ১-০ গোলে ব্রাজিলের জয় নির্ধারণ হয়।
রেডিওটুডে নিউজ/এসবি