সংগৃহিত ছবি
এবারের এশিয়া কাপের ফাইনালে শ্রীলঙ্কাকে নিয়ে রীতিমতো ছেলেখেলা করেছে ভারত। মোহাম্মদ সিরাজের দুর্দান্ত বোলিংয়ে ৫০ রানে গুটিয়ে যায় শ্রীলঙ্কা। মাত্র ৫১ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ঈশান কিষান ও শুভমান গিলের ঝোড়ো ব্যাটিংয়ে ৬.১ ওভারে ১০ উইকেট হাতে রেখে ম্যাচ জিতে নেয় ভারত।
দাপুটে এই জয়ের কৃতিত্ব সতীর্থদের দিলেন দুই তারকা ক্রিকেটার ইষান কিশান ও হার্দিক পান্ডিয়া। নিজের অনুভূতি জানিয়ে ইষান কিশান বলেন,"সব কৃতিত্ব বোলারদের। তারা যেভাবে বল করেছে, তা সত্যিই অবিশ্বাস্য। তারা একেবারে শুরু থেকে দাপট দেখিয়েছে। বিশেষ করে সিরাজ অসাধারণ ছিল।"
ইশান আরও বলেন, "আমরা এর আগে এখানে কয়েকটি ম্যাচ খেলেছি। আমরা জানতাম পরে ব্যাটিং করা সহজ হবে না। তবে আমরা টস হেরে খুশি। কারণ এমনটা হবে ভাবিনি। অধিনায়ককে ধন্যবাদ আমাকে ওপেনিংয়ে সুযোগ দেওয়ার জন্য। স্কোরবোর্ডে রান কম থাকলেও আমরা মেরে খেলার চেষ্টা করেছি।"
আর দলের অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া বলেন,"এটা অসাধারণ জয়। বোলাররা যেভাবে অবদান রেখেছে, তাদের কারণেই আমরা ম্যাচে এভাবে জিততে পেরেছি। আমাদের সামনে সুযোগ ছিল নিজেদের সেরাটা দেওয়ার। আমরা সেটা করতে পেরেছি। সামনে বিশ্বকাপ এমন জয় বাড়তি সাহস যোগাবে পুরো দলকে।"
রেডিওটুডে নিউজ/এসবি