সোমবার,

১২ মে ২০২৫,

২৯ বৈশাখ ১৪৩২

সোমবার,

১২ মে ২০২৫,

২৯ বৈশাখ ১৪৩২

Radio Today News

দুটি মাইলফলকের সামনে দাঁড়িয়ে মাহমুদউল্লাহ রিয়াদ

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১১:৩৭, ২১ সেপ্টেম্বর ২০২৩

Google News
দুটি মাইলফলকের সামনে দাঁড়িয়ে মাহমুদউল্লাহ রিয়াদ

মাহমুদউল্লাহ রিয়াদ

আজ বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) থেকে নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের ১ম ম্যাচ খেলবে বাংলাদেশ। এই সিরিজ দিয়ে প্রায় ছয় মাসের বিশ্রাম শেষে জাতীয় দলের স্কোয়াডে ফিরেছেন মাহমুদউল্লাহ রিয়াদ। 

তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রঘরের মাঠেঘরের মাঠেথম ম্যাচে আজ দলের হয়ে মাঠে নামবেন তিনি। তার ফেরার এই ম্যাচে দুটি মাইলফলকের সামনে দাঁড়িয়ে আছেন এই অভিজ্ঞ অলরাউন্ডার।

এই ম্যাচে মাত্র ৫০ রান করলে আন্তর্জাতিক ওয়ানডে ক্রিকেটে ৫ হাজার রান পূর্ণ করবেন মাহমুদউল্লাহ। তামিম ইকবাল, সাকিব আল হাসান, মুশফিকুর রহিমের পর চতুর্থ ব্যাটার হিসেবে পাঁচ হাজার রানের মাইলফলক স্পর্শ করবেন তিনি।

আরও একটি মাইলফলকের সামনে দাঁড়িয়ে মাহমুদউল্লাহ। আন্তর্জাতিক ক্রিকেটে তিন ফরম্যাট মিলিয়ে ৩৮৯টি ম্যাচ খেলেছেন তিনি। ৩৮৯ ম্যাচে তার মোট রান ৯ হাজার ৯৮৬। আর মাত্র ১৪ রান করলে চতুর্থ বাংলাদেশি ব্যাটার হিসেবে ১০ হাজার রানের মাইলফলকে নাম লেখাবেন মাহমুদউল্লাহ। এর আগে তামিম ইকবাল ১৫১৪৮, মুশফিকুর রহিম ১৪৪৪১ ও সাকিব আল হাসান ১৪২২০ এই মাইলফলক অতিক্রম করেছিল।

রেডিওটুডে নিউজ/এসবি

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের