
আবহাওয়া অফিস জানিয়েছে আজকের ম্যাচে বৃষ্টির সম্ভাবনা থাকছে
নিউজিল্যান্ডের বিপক্ষে আজ থেকে শুরু হচ্ছে বাংলাদেশের তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। প্রথম ওয়ানডেতে আজ বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) দুপুর ২টায় মাঠে নামবে টাইগাররা।
দুই দলের তারকা ক্রিকেটারদেরকে বিশ্রামে দিয়ে বেঞ্চ এবং তরুণদের বাজিয়ে দেখছে লাল সবুজ ও ব্লাক ক্যাপসরা। অবশ্য এতে রঙ হারাবে না এই সিরিজ। বংলাদেশের কাছে এই সিরিজের গুরুত্ব অনেক। টাইগাররা এই সিরিজ দিয়ে চূড়ান্ত করবে বিশ্বকাপের স্কোয়াড। অনেকের জন্য তাই এটা নিজেদের প্রমাণ করার শেষ মঞ্চ।
কিন্তু বাংলাদেশ ও উজিল্যান্ড ম্যাচে থাকছে বৃষ্টির শঙ্কা। সময়মতো এই ম্যাচ মাঠে গড়াবে কিনা, তা নিয়ে আছে অনিশ্চয়তা। গত দুদিন ধরে মিরপুরের আকাশে রোদ-মেঘের খেলা। থেমে থেমে হচ্ছে বৃষ্টি। আবহাওয়ার পূর্বাভাস বলছে, আজ সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচেও আসতে পারে বৃষ্টি।
আবহাওয়ার পূর্বাভাস জানাচ্ছে, বৃহস্পতিবার সন্ধ্যার আগে পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা ৭০ শতাংশ। আর সন্ধ্যার পর ৫০ শতাংশ বৃষ্টিপাত হতে পারে। এরই মধ্যে দুপুর ১২টা থেকে মিরপুর স্টেডিয়ামে ঝিরঝির বৃষ্টি শুরু হয়েছে। ফলে সময়মতো ম্যাচ শুরু হওয়া নিয়ে তৈরি হয়েছে সংশয়।
এদিকে ম্যাচ শুরু হওয়ার কথা দুপুর ২টায়। বিকাল ৪টা পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা আছে প্রবলভাবে। তাই ম্যাচ ঘণ্টা দুয়েক বা তারও বেশি সময় পিছিয়ে যেতে পারে। বেশি সময় চলে গেলে খেলা হতে পারে কার্টেল ওভারে।
রেডিওটুডে নিউজ/এসবি