
ভিরাট কোহলি ও আনুশকা শর্মা
তারকা ক্রিকেটার বিরাট কোহলি ও বলিউড হিরোইন আনুশকা শর্মার সংসার জীবন অধ্যায়ে পাঁচ বছর কেটে গেছে। দুই বছরের কন্যা ভামিকা কোহলি তাদের ঘর আলো করে রেখেছে। আনুশকা-বিরাট এবার জানালেন আবারও বাবা-মা হতে চলেছেন। ভারতীয় সংবাদমাধ্যমের একটি প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।
আনুশকা নিজেকে গত কয়েক মাস ধরে লোকচক্ষুর আড়ালে রেখেছেন। স্বামী বিরাটের সঙ্গে ক্রিকেট সফরেও যাচ্ছেন না। সম্প্রতি মুম্বাইয়ের একটি ক্লিনিকের বাইরে দেখা যায় দুজনকে। সেই সময় বিরাট কোহলি নিজে ছবিশিকারিদের ছবি না ছাপার অনুরোধ করেছে। সঙ্গে এ-ও নাকি জানান, খুব তাড়াতাড়ি তারা আনুষ্ঠানিক ঘোষণা দিবেন। তারপর থেকে খবর ধীরে ধীরে রটেছে।
সূত্রের খবর, কোহলি দম্পতি আগের বারের মতো এই খুশির খবরের কথা নিজেরা ঘোষণা করবেন। তবে গত বারের মতো একটু শেষের দিকে। তাই তার আগে গোপনীয়তা বজায় রাখতে চাইছেন এই দম্পতি। ২০১৭ সালে গাঁটছড়া বাঁধেন আনুশকা-বিরাট। ইতালির মিলানে বেশ ধুমধাম করে হয় সে বিয়ে।
রেডিওটুডে নিউজ/এসবি