রোববার,

১০ ডিসেম্বর ২০২৩,

২৫ অগ্রাহায়ণ ১৪৩০

রোববার,

১০ ডিসেম্বর ২০২৩,

২৫ অগ্রাহায়ণ ১৪৩০

Radio Today News

আজ আবারও সাক্ষাৎকার নিয়ে হাজির হচ্ছেন সাকিব

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১৯:৩৬, ৩০ সেপ্টেম্বর ২০২৩

Google News
আজ আবারও সাক্ষাৎকার নিয়ে হাজির হচ্ছেন সাকিব

সংগৃহিত ছবি

গেল কয়েকদিন ধরে বাংলাদেশ ক্রিকেটে একের পর এক উত্তাপ ছড়িয়েছে। তামিম ইকবালকে ছাড়া এবারের ওয়ানডে বিশ্বকাপ খেলতে গেছে বাংলাদেশ। দেশসেরা এই ওপেনারকে বাদ দেয়ার পর থেকে টাইগার অধিনায়ক সাকিব আল হাসান, তামিম এমনকি মাশরাফিও তাদের অবস্থান জানিয়েছেন বিভিন্নভাবে। কেউ ভিডিও বার্তায় আবার কেউ টেলিভিশন সাক্ষাৎকারে। 

তামিম ইকবাল সমসাময়িক পরিস্থিতি নিয়ে ফেসবুক পেজে ভিডিও বার্তা জানানোর পর দেশের একটি টেলিভিশনে সাকিব বিশ্বকাপ নিয়ে তার মত প্রকাশ করেন। যেখানে তামিমকে নিয়ে একাধিক মন্তব্য করেন টাইগার অধিনায়ক। সকলে এসব কিছুর আপাতত শেষ দেখছিল। যেহেতু বিশ্বকাপের যাত্রা প্রস্তুতি ম্যাচ দিয়ে গতকাল শুরু করে বাংলাদেশ। 

কিন্তু এখানেই থামছেন না সাকিব আল হাসান। আজ রাত ১০টায় আবারো আরেকটি সাক্ষাৎকার আসতে যাচ্ছেন। সাকিবকে নিয়ে এবার বাংলাদেশের জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর রাফসান দ্য ছোটভাই তার নিজের নেওয়া এক সাক্ষাৎকার প্রচার করতে যাচ্ছেন। দেশের ক্রিকেটে এমন উত্তাল অবস্থায় নতুন সাক্ষাৎকারে কি বলতে যাচ্ছেন সাকিব সেটাই বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। 

রেডিওটুডে নিউজ/এসবি

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের