শুক্রবার,

০৯ মে ২০২৫,

২৬ বৈশাখ ১৪৩২

শুক্রবার,

০৯ মে ২০২৫,

২৬ বৈশাখ ১৪৩২

Radio Today News

সিরিজ জয়ের লক্ষ্যে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ০৯:১৬, ৬ ডিসেম্বর ২০২৩

Google News
সিরিজ জয়ের লক্ষ্যে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

সিলেট টেস্টে নিউ জিল্যান্ডকে হারানোটা ছিল অকল্পনীয়। কিন্তু সেটা বাস্তবায়ন হলো ১৫০ রানের বিশাল ব্যবধানে। সেই জয়ের আত্মবিশ্বাস থেকেই সিরিজ জয়ের লক্ষ্যে আজ দ্বিতীয় টেস্টে মাঠে নামছে বাংলাদেশ। নিজেদের চিরচেনা মিরপুরে দারুণ শুরুর আশা নিয়েই ২২ গজে পা রাখছে নাজমুল হোসেন শান্তর দল।

সিরিজ জয়ের ম্যাচে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। বাংলাদেশের আমন্ত্রণে ফিল্ডিং করবেনিউ জিল্যান্ড। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সকাল সাড়ে নয়টায় শুরু হবে ম্যাচটি।

এই ম্যাচে অপরিবর্তিত একাদশ নিয়েই খেলতে নেমেছে বাংলাদেশ। অন্যদিকে ব্ল্যাক-ক্যাপসদের একাদশে এসেছে এক পরিবর্তন। ইশ সোধির পরিবর্তে একাদশে জায়গা পেয়েছেন মিচেল স্যান্টনার।

বাংলাদেশের একাদশ : মাহমুদুল হাসান, জাকির হাসান, নাজমুল হোসেন (অধিনায়ক), মুমিনুল হক, মুশফিকুর রহিম, শাহাদাত হোসেন দিপু, নুরুল হাসান (উইকেটক্ষক), মেহেদী হাসান মিরাজ, নাঈম হাসান, তাইজুল ইসলাম ও শরীফুল ইসলাম।

নিউজিল্যান্ডের একাদশ : টিম সাউদি (অধিনায়ক), ডেভন কনওয়ে, টম লাথাম, কেন উইলিয়ামসন, ড্যারিল মিচেল, টম ব্লান্ডেল (উইকেটরক্ষক), গ্লেন ফিলিপস, হেনরি নিকোলস, মিচেল স্যান্টনার, কাইল জেমিসন, এজাজ প্যাটেল।

রেডিওটুডে/এমএমএইচ

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের