বুধবার,

২৪ এপ্রিল ২০২৪,

১১ বৈশাখ ১৪৩১

বুধবার,

২৪ এপ্রিল ২০২৪,

১১ বৈশাখ ১৪৩১

Radio Today News

বিশ্ব রেকর্ডের দ্বারপ্রান্তে সাকিব

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ২০:১১, ১৭ অক্টোবর ২০২১

আপডেট: ০৩:২৭, ১৮ অক্টোবর ২০২১

Google News
বিশ্ব রেকর্ডের দ্বারপ্রান্তে সাকিব

সাকিব আল হাসান (ফাইল ছবি)

চাইলেই ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজেই করতে পারতেন রেকর্ড। সিরিজের প্রথম দুই ম্যাচেই দুইটি করে উইকেট নিয়ে পৌঁছে গিয়েছিলেন রেকর্ডের একদম দ্বারপ্রান্তে। কিন্তু শেষ পর্যন্ত এক উইকেটে পিছিয়ে থাকতে হয় সাকিব আল হাসানকে।

আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে একশ’র বেশি উইকেট নেয়া বোলারের মধ্যে একজন শ্রীলঙ্কার কিংবদন্তি পেসার লাসিথ মালিঙ্গা। ত্রার উইকেট সংখ্যা ১০৭। আর বাংলাদেশের সাকিব আল হাসানের উইকেটসংখ্যা ১০৬।

আজ রোববার (১৭ অক্টোবর) টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের প্রথম ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে খেলবেন সাকিবও। তাই এই ম্যাচেই বিশ্ব রেকর্ড গড়ার সুযোগ রয়েছে বিশ্বসেরা অলরাউন্ডারের সামনে।

স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচে মাত্র এক উইকেট পেলেই মালিঙ্গার সঙ্গে যৌথভাবে টি-টোয়েন্টি ইতিহাসের সর্বোচ্চ উইকেটশিকারি হয়ে যাবেন সাকিব। আর দুই উইকেট পেলে সবাইকে ছাড়িয়ে বিশ্ব রেকর্ডই গড়বেন তিনি।

একনজরে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বোচ্চ উইকেটশিকারি
লাসিথ মালিঙ্গা (শ্রীলঙ্কা) - ৮৩ ইনিংসে ১০৭ উইকেট
সাকিব আল হাসান (বাংলাদেশ) - ৮৭ ইনিংসে ১০৬ উইকেট
টিম সাউদি (নিউজিল্যান্ড) - ৮১ ইনিংসে ৯৯ উইকেট
শহিদ আফ্রিদি (পাকিস্তান) - ৯৭ ইনিংসে ৯৮ উইকেট
রশিদ খান (আফগানিস্তান) - ৫১ ইনিংসে ৯৫ উইকেট

রেডিওটুডে নিউজ/জেএফ/এসএস

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের