রোববার,

১৬ জুন ২০২৪,

২ আষাঢ় ১৪৩১

রোববার,

১৬ জুন ২০২৪,

২ আষাঢ় ১৪৩১

Radio Today News

আজ বাংলাদেশ-যুক্তরাষ্ট্র প্রথম টি-২০, খেলা দেখবেন যেভাবে

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ০৯:২৮, ২১ মে ২০২৪

Google News
আজ বাংলাদেশ-যুক্তরাষ্ট্র প্রথম টি-২০, খেলা দেখবেন যেভাবে

দেশের বাইরে বাংলাদেশ ক্রিকেট দলের দ্বিপাক্ষিক সিরিজে প্রায়ই সম্প্রচার নিয়ে বিপত্তি দেখা যায়। গত বছর আয়ারল্যান্ডের বিপক্ষে ইংল্যান্ডের মাটিতে আয়োজিত সিরিজ বাংলাদেশের কোনো টিভি চ্যানেলে দেখা যায়নি। এরপর থেকেই দেশের বাইরে বাংলাদেশের সিরিজ মানেই সম্প্রচার নিয়ে আলোচনা। সম্প্রচারকারীদের এমন কাণ্ডে তখনই (২০২৩ সালে) বিসিবি সভাপতি ক্রিকেট বোর্ডের নিজস্ব টিভি চ্যানেল খোলার কথা জানান।
 
বিসিবি তাদের নিজস্ব টিভি চ্যানেলের জন্য আলোচনা অনেক দূর এগিয়েছে, এসবের মাঝে আবারো বাংলাদেশের আরেকটি সিরিজ অনুষ্ঠিত হতে যাচ্ছে দেশের বাইরে। টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হচ্ছে আর দিন দশেক পর। এর আগে যুক্তরাষ্ট্রের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে যাচ্ছে বাংলাদেশ। 

আজ তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ। যুক্তরাষ্ট্রের হিউস্টনে বাংলাদেশ সময় রাত ৯টায় শুরু হবে খেলা। সমর্থকদের গেল বছর আয়ারল্যান্ড সিরিজে হতাশ হতে হলেও এবার আর সেই আক্ষেপ থাকছে না। টিভির পর্দায় খেলা দেখতে পারবেন বাংলাদেশের ক্রিকেট ভক্তরা। 

বেসরকারি টিভি চ্যানেল নাগরিক টিভি যুক্তরাষ্ট্র সিরিজের তিনটি টি-টোয়েন্টি ম্যাচ সম্প্রচার করবে। সেই সঙ্গে অনলাইনেও খেলা দেখতে পারবেন সমর্থকরা। ডিজিটাল প্ল্যাটফর্ম টফিতে দেখা যাবে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের সিরিজ। 

যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজের বাকি দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে ২৩ ও ২৫মে। 

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের