দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুর্দান্ত শুরু পেয়েছিলো বাংলাদেশ দল। পেসার তানজিম সাকিব ও তাসকিনের দারুণ বোলিংয়ে ২৩ রানেই প্রথম ৪ উইকেট হারায় প্রোটিয়ারা। এরপর দলের হাল ধরেন মিলার ও ক্লাসেন। শুরুর ধাক্কা সামলে শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১১৩ রান করে দক্ষিণ আফ্রিকা। টানা দ্বিতীয় জয় তুলে নিতে বাংলাদেশকে করতে হবে ১১৪ রান।
নিউইয়র্কের নাসাউ কাউন্টি স্টেডিয়ামে টস জিতে আত্মবিশ্বাসের সঙ্গে আগে ব্যাটিং নিয়েছিল দক্ষিণ আফ্রিকা। প্রথম ওভারের শেষ বলে দারুণ এক ডেলিভারিতে প্রোটিয়া ওপেনার রেজা হেনড্রিকসকে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন তানজিম সাকিব।
ইনিংসের তৃতীয় ওভারে আক্রমণে এসে আবারও সাফল্য পান তানজিম। সরাসরি স্টাম্প ভাঙেন কুইন্টন ডি ককের। এরপর তানজিমের দলে যোগ দেন তাসকিনও। প্রোটিয়া অধিনায়ক মার্করামকে ফেরান তিনি। বাংলাদেশকে শুরুতেই দারুণ মোমেন্টাম এনে দেওয়া তানজিম নিজের তৃতীয় ওভারে প্যাভিলিয়নে ফেরান স্টাবসকে (০)।
বাংলাদেশ একাদশ: তানজিদ তামিম, লিটন দাস (উইকেটকিপার), নাজমুল শান্ত (অধিনায়ক), তাওহিদ হৃদয়, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলী, রিশাদ হোসেন, তানজিম সাকিব, তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান।
দক্ষিণ আফ্রিকার একাদশ: রেজা হেনড্রিকস, কুইন্টন ডি কক, এইডেন মার্করাম, ত্রিস্তান স্টাবস, হেনরিক ক্লাসেন, ডেভিড মিলার, মার্কো ইয়ানসেন, কেশব মহারাজ, কাগিসু রাবাদা, এনরিক নরকিয়া, ওটনেইল বার্টম্যান।
রেডিওটুডে নিউজ/আনাম