শুক্রবার,

২৬ এপ্রিল ২০২৪,

১৩ বৈশাখ ১৪৩১

শুক্রবার,

২৬ এপ্রিল ২০২৪,

১৩ বৈশাখ ১৪৩১

Radio Today News

ইউরোর ফাইনালে রাতে মুখোমুখি ইতালি-ইংল্যান্ড

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ০১:৩৭, ১২ জুলাই ২০২১

আপডেট: ০৫:০৪, ১২ জুলাই ২০২১

Google News
ইউরোর ফাইনালে রাতে মুখোমুখি ইতালি-ইংল্যান্ড

রাতে মুখোমুখি ইতালি ও ইংল্যান্ড

লন্ডনের বিখ্যাত ওয়েম্বলি স্টেডিয়ামে ইউরো চ্যাম্পিয়নশিপের শিরোপা নির্ধারণী ফাইনাল মহারণে মুখোমুখি হচ্ছে ফুটবলের দুই পরাশক্তি ইতালি ও ইংল্যান্ড। হাইভোল্টেজ এ মহারণ শুরু হবে সোমবার (১২ জুলাই) বাংলাদেশ সময় রাত ১টায়। সরাসরি সম্প্রচার করবে সনি সিক্স ও সনি টেন ২ চ্যানেল।

জর্জিও কিয়েলিনির ইতালি খেলবে হ্যারি কেনের ইংল্যান্ডের সঙ্গে। আজুরিদের অভিধান থেকে উঠে গেছে 'হার' শব্দটা। জেতাটা যেন তাদের অভ্যাস। ইতালি হয়ে উঠেছে 'দ্য উইনিং মেশিন'!

অন্যদিকে ১৯৬৬ সালের পর ব্রিটিশরা প্রথম কোনও বড় আসরের ফাইনালে উঠলো। ইংল্যান্ড এখনই বলতে শুরু করে দিয়েছে কাপ এবার আসছে ঘরে। ফলে রুদ্ধশ্বাস ফাইনাল যে হবে তা নিয়ে কোনো সন্দেহের অবকাশ নেই।

চলুন জেনে নেয়া যাক এই দুই দলের বিগত খেলার পরিসংখ্যান। এই পর্যন্ত তাদের মধ্যে খেলা হয়েছে ২৭ বার। যার মধ্যে ইংল্যান্ড জিতেছে ৮ বার, ইতালি জিতেছে ১১ বার আর  ম্যাচ ড্র হয়েছে ৮ বার।

ফিরে দেখা তাদের শেষ পাঁচ সাক্ষাত
২০১৮ সালে আন্তর্জাতিক প্রীতি ম্যাচ: ইতালি ১-১ ইংল্যান্ড (ড্র)
২০১৫ সালে আন্তর্জাতিক প্রীতি ম্যাচ: ইতালি ১- ১ ইংল্যান্ড (ড্র)
২০১৪ সাল বিশ্বকাপ: ইতালি ২-১ ইংল্যান্ড (ইতালি বিজয়ী)
২০১২ সালে আন্তর্জাতিক প্রীতি ম্যাচ: ইংল্যান্ড ২-১ ইতালি (ইংল্যান্ড বিজয়ী)
২০১২ সালে ইউরো কাপ: ইতালি ৪-২ ইংল্যান্ড (পেনাল্টি শুটে ইতালি বিজয়ী)

রেডিওটুডে নিউজ//এসবি/ইকে

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের