চট্টগ্রামে টেস্ট সিরিজ বাঁচানোর লড়াইয়ে টসে জিতে বাংলাদেশকে বোলিংয়ের আমন্ত্রণ জানিয়েছে দক্ষিণ আফ্রিকা। আজ মঙ্গলবার (২৯ অক্টোবর) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয় দক্ষিণ আফ্রিকার অধিনায়ক এইডেন মার্করাম।
এদিকে আজ বাংলাদেশের একাদশে এসেছে ৩ পরিবর্তন।
ছিটকে যাওয়া জাকের আলী অনিকের জায়গায় অভিষেক হয়েছে উইকেটরক্ষক-ব্যাটার মাহিদুল ইসলাম অঙ্কনের।
এদিকে বাংলাদেশ শিবিরে বড় ধাক্কা লিটন কুমার দাসের অসুস্থতা। এই টেস্ট খেলতে পারবেন না তিনি। স্পিনার নাঈম হাসানের জায়গায় খেলছেন পেসার নাহিদ রানা।
অন্যদিকে সফরকারীরা দুই পরিবর্তন নিয়ে নামছে।
বাংলাদেশ একাদশ: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সাদমান ইসলাম, জাকির হাসান, মাহমুদুল হাসান জয়, মুমিনুল হক, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, মাহিদুল ইসলাম অঙ্কন, তাইজুল ইসলাম, নাহিদ রানা ও হাসান মাহমুদ।
দক্ষিণ আফ্রিকা একাদশ: এইডেন মার্করাম (অধিনায়ক), টনি ডি জর্জি, ট্রিস্টান স্টাবস, ডেভিড বেডিংহাম, রায়ান রিকেলটন, কাইল ভেরেইন (ডব্লিউ), সেনুরান মুথুসামি, ওয়ায়ান মুল্ডার, কেশব মহারাজ, কাগিসো রাবাদা ও ডেন প্যাটারসন।
রেডিওটুডে নিউজ/আনাম