টানা দ্বিতীয়বারের মতো সাফজয়ী বাংলাদেশ নারী ফুটবল দল আজ দেশে ফিরবেন। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) দুপুর ২টা ১৫ মিনিটে দেশে পা রাখার কথা রয়েছে সাবিনা-ঋতুপর্ণা শিবিরের। এদিকে আজ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড.মুহাম্মদ ইউনূসের নারী ফুটবল দলকে সংবর্ধনা দেওয়ার কথা রয়েছে।
এদিকে সাফজয়ী নারী ফুটবল দলকে ছাদখোলা বাসে শিরোপা হাতে উদযাপন করতে দেখা যাবে। সেজন্য প্রস্তুত রয়েছে একটি বাস।
গতকাল নেপালকে ২-১ গোলে হারিয়ে সাফ শিরোপা জয়ের পর নারী ফুটবল দলকে অভিনন্দন জানান প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস এক বিবৃতিতে বলেছেন, ‘এটা আমাদের নারী ফুটবল দলের বিরাট অর্জন। আমি তোমাদের নিয়ে গর্বিত। গোটা জাতি তোমাদের নিয়ে গর্বিত। অভিনন্দন সেই সব খেলোয়াড়দের যারা আমাদের এই গৌরব এনে দিয়েছেন।’
এদিকে সাফ চ্যাম্পিয়নশিপে ব্যাক টু ব্যাক চ্যাম্পিয়ন বাংলাদেশ নারী দলকে শুভেচ্ছা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। আজ বৃহস্পতিবার (৩১ অক্টোবর) বাফুফে ভবনে দলের সঙ্গে সাক্ষাৎ করার কথা রয়েছে তার।
রেডিওটুডে নিউজ/আনাম