মঙ্গলবার,

১৫ জুলাই ২০২৫,

৩১ আষাঢ় ১৪৩২

মঙ্গলবার,

১৫ জুলাই ২০২৫,

৩১ আষাঢ় ১৪৩২

Radio Today News

ইনজুরি থেকে ফিরেই গোলের দেখা পেলেন নেইমার

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৪:২০, ৩১ ডিসেম্বর ২০২৪

Google News
ইনজুরি থেকে ফিরেই গোলের দেখা পেলেন নেইমার

দীর্ঘ ইনজুরির বিরতির পর আবারও গোলের দেখা পেলেন ব্রাজিলিয়ান তারকা নেইমার। আল-হিলালের হয়ে আল-ফাইহার বিপক্ষে একটি মধ্য-মৌসুমের প্রীতি ম্যাচে গোল করেছেন তিনি। তার দল ২-০ গোলে জয় তুলে নেয়।  

প্রথমার্ধে পেনাল্টি স্পটের কাছ থেকে প্রথমবারের চেষ্টায় নিখুঁত শটে আল-হিলালকে এগিয়ে দেন নেইমার। এরপর দ্বিতীয় গোলটি করেন সাবেক বার্সেলোনা তারকা মালকম। দ্বিতীয় গোলেও গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল নেইমারের, প্রতিপক্ষের অর্ধে বল ছিনিয়ে আক্রমণ তৈরি করতে সহায়তা করেন।

যদিও প্রীতি ম্যাচ, তবে নেইমারের জন্য এই গোলের গুরুত্ব অনেক। প্রায় এক বছরের মধ্যে এটি তার প্রথম গোল। ২০২৩ সালের অক্টোবরে এএফসি চ্যাম্পিয়ন্স লিগে সর্বশেষ গোল করেছিলেন তিনি। এরপর গুরুতর ইনজুরির কারণে মাঠের বাইরে থাকতে হয়। এ বছরের অক্টোবর মাসে প্রত্যাবর্তনের পর মাত্র দুটি ম্যাচ খেলেই তিনি আবারও হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়েন।  

সম্প্রতি কিছুদিন ধরে সুস্থ থাকলেও সৌদি প্রো লিগে খেলার সুযোগ পাননি নেইমার। আল-হিলালের বিদেশি খেলোয়াড় কোটায় জায়গা না থাকায় তাকে প্রথমার্ধে মাঠের বাইরে থাকতে হয়েছে। তবে এএফসি চ্যাম্পিয়ন্স লিগে এ ধরনের বিধিনিষেধ না থাকায় সেখানে তিনি খেলার সুযোগ পাচ্ছেন।  

আল-হিলালের হয়ে ঘরোয়া লিগে ফিরে আসার অপেক্ষায় আছেন নেইমার। ২০২৪ সালের জানুয়ারির ৭ তারিখ কিংস কাপের ম্যাচে আল-ইত্তিহাদের বিপক্ষে এবং ১১ জানুয়ারি লিগের ম্যাচে আল-ওরোবাহর বিপক্ষে মাঠে নামার প্রস্তুতি নিচ্ছেন তিনি।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের