শনিবার,

২৭ এপ্রিল ২০২৪,

১৩ বৈশাখ ১৪৩১

শনিবার,

২৭ এপ্রিল ২০২৪,

১৩ বৈশাখ ১৪৩১

Radio Today News

সাকিব নৈপুণ্যে টাইগারদের বড় জয়

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ০৪:৪৩, ১৯ জুলাই ২০২১

আপডেট: ০৫:১৯, ১৯ জুলাই ২০২১

Google News
সাকিব নৈপুণ্যে টাইগারদের বড় জয়

সহজ ম্যাচকে যেন একটু কঠিন করেই জিতলো বাংলাদেশ। তবে এই জয়ের কারিগর বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। দীর্ঘ দিন পর ব্যাট হাতে ঝলক দেখালেন তিনি। আর তাতেই এক ম্যাচ হাতে রেখে সিরিজ জয় মিলল টাইগারদের ভাগ্যে। স্বাগতিকদের ২৪০ রানে আটকে দিয়ে ৭ উইকেট আর ৫ বল হাতে রেখে জয় তুলে নিয়েছে তামিম বাহিনী।

নিষেধাজ্ঞা থেকে ফিরে আন্তর্জাতিক, ঘরোয়া, আইপিএল সব আসরে সবফরম্যাটে ব্যাট হাতে মলিন ছিলেন সাকিব। তবে অবশেষে নিজের জাত চেনালেন তিনি। ২ বছর আর ১১ ম্যাচ পর শতরানের দেখা পেতেন। তবে আজ ৯৬ রানে অপরাজিত থেকেও জয়ের নায়ক তিনিই।

কৃতিত্বে ভাগ আছে সাইফ উদ্দিনেরও। ৮ম উইেকেট এ লোয়ার মিডল অর্ডার ব্যাটসম্যানের সাথে ৬৯ রানের অবিচ্ছিন্ন জুটি মহামূল্যবান। শেষ পর্যন্ত সাকিবকে যোগ্য সঙ্গ দিয়ে গেছেন ২৮ করা বোলিং অল রাউন্ডার।

অথচ ১৭৩ রানে ৭ উইকেট হারিয়ে একটা সময় ম্যাচ থেকে ছিটকে যাওয়ার শঙ্কায় ছিল টিম বাংলাদেশ। আশার আলো হয়ে তখনো জ্বলছিলেন সাকিব।

ব্যার্থতার দায় টপ অর্ডার ব্যাটসম্যানদের। মোহাম্মদ মিথুন, মোসাদ্দেক হোসেন, মেহেদী মিরাজরা দু অঙ্কের কোঠা ছুঁতে পারেননি।

অভিজ্ঞ মাহমুদ উল্লাহ কিংবা তরুণ আফিফরা ক্রিজে সেট হয়ে ফিরেছেন টেম্পারামেন্ট হারিয়ে। তামিম লিটনদাসদের শুরুটা ধীরস্তির ছিলো। তবে ইনিংস দীর্ঘায়িত হয়নি। আর তাতেই ২৪১ রানের সাদামাটা টার্গেটও একটা সময় পাহাড়সম মনে হচ্ছিলো।

এর আগে টস জিতে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি জিম্বাবুয়েরও। আলোচনায় ব্রেন্ডন টেলরের হিট উইকেট। হাফ সেঞ্চুরি পথে থাকা অধিনায়কের বিদায় থার্ড আম্পায়ারের সিদ্ধান্তে।

এরপর ওয়েসলি মাধেভেরে দলের হার ধরেছেন পেয়েছেন অর্ধশতরানের দেখা। কিন্তু শিরফুলের ক্যারিয়ার সেরা বোলিংয়ে ৯ উইকেটে ২৪০ রানের বেশি তুলতে পারেনি জিম্বাবুয়ে। ৪৬ রান দিয়ে ৪ উইকেট এ নবীন পেসারের। বল হাতে যথারীতি হুমকি ছিলেন সাকিব। এদিন তুলে নিয়েছেন রেগিস চাকাবা আর ডিয়ন মায়ার্সকে।

ষষ্ঠ বারের মত অ্যাওয়ে সিরিজ জয় বাংলাদেশের। যার মাঝে তিনটিই আসলো জিম্বাবুয়ের বিপক্ষে। তবে নিয়মিত টপ অর্ডারের ব্যর্থতায় অস্বস্ত নিয়ে হোয়াইট ওয়াশের মিশনে নামবে টাইগাররা।

সংক্ষিপ্ত স্কোর
জিম্বাবুয়ে: ৫০ ওভারে ২৪০/৯ (কামুনহুকামউই ১, মারুমানি ১৩, চাকাভা ২৬, টেইলর ৪৬, মায়ার্স ৩৪, মাধেভেরে ৫৬, রাজা ৩০, জঙ্গুয়ে ৮, মুজারাবানি ০, চাতারা ৪*, এনগারভা ৭*; তাসকিন ১০-০-৩৮-১, সাইফ ১০-০-৫৪-১, মিরাজ ৭.২-০-৩৪-১, শরিফুল ১০-০-৪৬-৪, সাকিব ১০-০-৪২-২, মোসাদ্দেক ১.৪-০-৭-০, আফিফ ১-০-১১-০)

বাংলাদেশ: ৪৯.১ ওভারে ২৪২/৭ (তামিম ২০, লিটন ২১, সাকিব ৯৬*, মিঠুন ২, মোসাদ্দেক ৫, মাহমুদউল্লাহ ২৬, মিরাজ ৬, আফিফ ১৫, সাইফ ২৮*; মুজারাবানি ৯.১-১-৩১-১, চাতারা ৭-১-৫২-০, জঙ্গুয়ে ৮-০-৪৬-২, এনগারাভা ৯-১-৩৩-১, মাধেভেরে ১০-০-৩৯-১, রাজা ৬-০-৩৩-১)

রেডিওটুডে নিউজ/ইকে

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের