বৃহস্পতিবার,

০২ মে ২০২৪,

১৯ বৈশাখ ১৪৩১

বৃহস্পতিবার,

০২ মে ২০২৪,

১৯ বৈশাখ ১৪৩১

Radio Today News

অনুর্ধ-১৯ বিশ্বকাপ

যুব বিশ্বকাপের প্রথম ম্যাচে সন্ধ্যায় ইংল্যান্ডের মুখোমুখি বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১৭:২৩, ১৬ জানুয়ারি ২০২২

আপডেট: ১৭:৪৭, ১৬ জানুয়ারি ২০২২

Google News
যুব বিশ্বকাপের প্রথম ম্যাচে সন্ধ্যায় ইংল্যান্ডের মুখোমুখি বাংলাদেশ

জুনিয়র টাইগার দল (ফাইল ছবি)

আইসিসি অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ ২০২২ এ নিজেদের প্রথম ম্যাচে আজ রবিবার (১৬ জানুয়ারি) মাঠে নামবে বাংলাদেশের যুবারা। শিরোপা ধরে রাখার লড়াইয়ে বাংলাদেশের প্রথম প্রতিপক্ষে ইংল্যান্ড। বাংলাদেশের গ্রুপে আছে ইংল্যান্ড, কানাডা ও সংযুক্ত আরব আমিরাত। বিশ্বকাপের তৃতীয় দিনে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামবে বাংলাদেশের ছেলেরা। সে ম্যাচে বাংলার দামাল ছেলেদের প্রতিপক্ষ ইংলিশরা। বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায় সেন্ট কিটসের ওয়ার্নার পার্কে অনুষ্ঠিত হবে ম্যাচটি। দেখা যাবে জিটিভি ও র‍্যাবিটহোলে।

করোনার প্রভাবে বাংলাদেশের এই যুবদলটি আগের দলের মতো প্রস্তুতি না নিতে পারলেও নিজেদের প্রয়োজন মতো গুছিয়ে উঠেছে তারা। দলে আছেন গত বিশ্বকাপের স্কোয়াডে থাকা চার ক্রিকেটারও। হিসাবের বিচারে যারা দলটির অভিজ্ঞ ক্রিকেটার। ২০২০ সালে শিরোপা জয়ের মুহূর্তে ক্রিজে থাকা রাকিবুল হাসান এবার দলকে নেতৃত্ব দিবেন। এছাড়াও পুরানোদের মধ্যে প্রান্তিক নওরোজ নাবিল, মেহেরব হোসেন অহিন ও তানজিম হাসান সাকিব আছেন।

টাইগার এই দলটির ব্যাটিং স্তম্ভে অন্যতম ভরসার প্রতীক হয়ে উঠেছেন আইচ মোল্লা। সম্প্রতি প্রতি সিরিজেই বড় ইনিংস উপহার দিয়ে নিজেকে এই পর্যায়ে নিয়ে গিয়েছেন তিনি। বল হাতে দলকে ব্রেক থ্রু এনে দেওয়া কিংবা ব্যাট হাতে দ্রুত রান তোলার কথা আসলে প্রথমেই আসে মেহেরবের নাম। আরেক অলরাউন্ডার আরিফুল ইসলামও আছেন ভালো ছন্দে।

স্পিনারদের মধ্যে অধিনায়ক রাকিবুলের সাথে আছেন নাইমুর রহমান নয়ন। পেসারদের মধ্যে অভিজ্ঞ সাকিবের সাথে আছেন রিপন মন্ডল, মুশফিক হাসান, আব্দুল্লাহ আল মামুন, আশিকুর জামানরা। পেস বোলিংয়ের সাথে ব্যাট হাতেও ছোট ঝড় তোলার সামর্থ্য দেখিয়েছেন রিপন, মামুনরা।

এদিকে, ২৪ বছর আগে সবশেষ যুব বিশ্বকাপ জয় করেছিল ইংলিশরা। যুব বিশ্বকাপে তাদের সাম্প্রতিক ফলাফল খুব একটা আশাব্যঞ্জক না। ২০১৪ সালে তৃতীয়স্থান অধিকার করাই গত কয়েক আসরে ইংলিশদের পর্যন্ত সর্বোচ্চ সাফল্য। ইংল্যান্ডকে নেতৃত্ব দিবেন টম প্রেস্ট। তার ডেপুটির দায়িত্ব পালন করবেন জ্যাকব বেথেল যার জন্ম বার্বাডোজে। ইংল্যান্ড ও বাংলাদেশের এক জমজমাট লড়াইয়ের আশা তাই করাই যায়।

বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ স্কোয়াডঃ

রাকিবুল হাসান (অধিনায়ক), প্রান্তিক নওরোজ নাবিল (সহ-অধিনায়ক), মাহফিজুল ইসলাম রবিন, ইফতিখার হোসেন ইফতি, মেহেরব হাসান অহিন, আইচ মোল্লা, আব্দুল্লাহ আল মামুন, গাজী মোহাম্মদ তাহজিবুল ইসলাম, আরিফুল ইসলাম, মোহাম্মদ ফাহিম, মোহাম্মদ মুশফিক হাসান, রিপন মন্ডল, মোহাম্মদ আশিকুর জামান, তানজিম হাসান সাকিব ও নাইমুর রহমান নয়ন। সংরক্ষিত খেলোয়াড় : আহসান হাবিব লিয়ন, জিসান আলম।

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের