বৃহস্পতিবার,

২৮ মার্চ ২০২৪,

১৪ চৈত্র ১৪৩০

বৃহস্পতিবার,

২৮ মার্চ ২০২৪,

১৪ চৈত্র ১৪৩০

Radio Today News

আর্চার টুর্নামেন্টে অংশ নিতে আজ দেশ ছাড়ছেন রোমান-দিয়ারা

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১৯:৩৯, ১৩ মার্চ ২০২২

Google News
আর্চার টুর্নামেন্টে অংশ নিতে আজ দেশ ছাড়ছেন রোমান-দিয়ারা

ফাইল ছবি

আজ রবিবার দুপুরে রোমান সানাসহ বাংলাদেশের ১৩ আর্চার টুর্নামেন্টে অংশ নিতে দেশ ছাড়ছেন। এশিয়ার ১২ দেশের আরচাররা এই টুর্নামেন্টে খেলবেন। 

এশিয়া কাপ ওয়ার্ল্ড র‍্যাংকিং টুর্নামেন্টে রোমান সানার সাফল্য কম নয়, দুটি সোনা ও একটি রুপার পদক রয়েছে। সবশেষ ২০১৯ সালে সোনা জেতার রেকর্ড আছে তার। এবছর ১৪-১৯ মার্চ থাইল্যান্ডের ফুকেটে অনুষ্ঠিত হবে এশিয়া কাপ ওয়ার্ল্ড র‍্যাংকিং টুর্নামেন্ট, স্টেজ-১। আবারও সোনা জেতার মিশন নিয়ে রোমান সানা সেখানে যাচ্ছেন।

রোমান যাওয়ার আগে গণমাধ্যমকে বলেছেন, 'আমাদের প্রস্তুতি খারাপ হয়নি। এবার রিকার্ভ ও কম্পাউন্ডে খেলবো আমরা। সবাই ভালো অবস্থায় আছে। আশা করছি পদক জিতে দেশে ফিরতে পারবো আমরা। আর নিজের ব্যক্তিগত লক্ষ্য থাকবে সোনার পদক জেতা। আমি আত্মবিশ্বাসী।’ রোমানের পাশাপাশি দিয়া সিদ্দিকীও আশাবাদী। ভালো কিছু করার আশা এই আর্চারেরও।

বাংলাদেশ দল
রোমান সানা, মোহাম্মদ হাকিম আহমেদ রুবেল, রাম কৃষ্ণ সাহা, মো. সাগর ইসলাম, দিয়া সিদ্দিকী, নাসরিন আক্তার, ফামিদা সুলতানা নিশা, নেওয়াজ আহমেদ রাকিব, মিঠু রহমান, মো. সোহেল রানা, হিমু বাছাড়, রোকসানা আক্তার ও শ্যামলী রায়।

রেডিওটুডে নিউজ/এসবি

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের