শুক্রবার,

২৬ এপ্রিল ২০২৪,

১৩ বৈশাখ ১৪৩১

শুক্রবার,

২৬ এপ্রিল ২০২৪,

১৩ বৈশাখ ১৪৩১

Radio Today News

যেতে নাহি দিব, হায়, তবু যেতে দিতে হয়, তবু চলে যায়..

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ০৫:৪৯, ৯ আগস্ট ২০২১

আপডেট: ০৭:৪৯, ৯ আগস্ট ২০২১

Google News
যেতে নাহি দিব, হায়, তবু যেতে দিতে হয়, তবু চলে যায়..

এ পোশাকে আর ফেরা হবে না...

যেতে নাহি দিব, হায়, তবু যেতে দিতে হয়, তবু চলে যায়..। কথাগুলো কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের। তবে যদি কথাগুলো আজ কারো সাথে মিলে যায়, তাহলে তিনি হয়তো ফুটবলের ক্ষুদে জাদুকর লিওনেল মেসি। ৩৪ বছরের জীবনে দুই দশকেরও বেশি সময় ধরে খেলেছেন বার্সালোনায়। আজ সেই ক্লাবের সাথেই সম্পর্কের ইতি টেনেছেন বর্তমানের অন্যতম বিশ্বসেরা এই ফুটবল তারকা। ক্লাব বা মেসি, কারো ইচ্ছেতেই নয়; হয়তো নিয়তিতেই লেখা ছিল এভাবে। তাই এই বিচ্ছেদ বেদনার, কান্নার...

বার্সালোনার আয়োজিত বিদায় অনুষ্ঠানে মেসি (ছবি-বার্সালোনার ফেইসবুক পেইজের ভিডিও থেকে নেয়া)

কী বলবেন ঠিক বুঝে উঠতে পারছিলেন না, আবেগ ধরে রাখতে গিয়ে হোঁচট খাচ্ছিলেন বার বার

আর পারা গেলো না, আটকানো যায়নি চোখের পানি

এভাবেই টিস্যু চেপে অবুঝ বালকের মতো কাঁদছিলেন লিওনেল

মেসির সম্মানে উঠে দাঁড়ান সতীর্থ, আমন্ত্রিত অতিথি ও স্বজনরা

জীবনের অর্জনগুলোকে শেষবার ফিরে দেখা

বিদায়বেলায় সতীর্থদের সাথে

সুয়ারেজ সহ সবাইকে এভাবেই আলিঙ্গন করেন মেসি

ছবিটি পোষ্ট করে বার্সালোনা অফিশিয়াল ফেসবুক পেজে লিখেছে- “আমরা চিরদিন তোমায় ভালোবাসবো; ভালোবাসা চিরন্তন, ভালোবাসা চিরন্তন”

রেডিওটুডে নিউজ/ইকে

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের