শনিবার,

০৭ ডিসেম্বর ২০২৪,

২৩ অগ্রাহায়ণ ১৪৩১

শনিবার,

০৭ ডিসেম্বর ২০২৪,

২৩ অগ্রাহায়ণ ১৪৩১

Radio Today News

 ‘দানা’র রেশ কাটতে না কাটতেই আরও একটি ঘূর্ণিঝড়ের আভাস

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ২২:১৩, ৩ নভেম্বর ২০২৪

Google News
 ‘দানা’র রেশ কাটতে না কাটতেই আরও একটি ঘূর্ণিঝড়ের আভাস

ঘূর্ণিঝড় ‘দানা’র রেশ কাটতে না কাটতেই আরও একটি ঘূর্ণিঝড়ের আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। চলতি নভেম্বরেই বঙ্গোপসাগরে সৃষ্টি হতে পারে ঘূর্ণিঝড়টি। এ ছাড়া এ মাসে স্বাভাবিক বৃষ্টিপাত থাকতে পারে, পাশাপাশি থাকবে শীতের আমেজ। ঘন কুয়াশাও দেখা দিতে পারে। তবে শৈত্যপ্রবাহের কোনো আভাস নেই।

আবহাওয়া অধিদপ্তরের দীর্ঘমেয়াদি পূর্বাভাস দিতে গঠিত বিশেষজ্ঞ কমিটি আজ রোববার এই পূর্বাভাস দেয়। অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্রে ভিডিও কনফারেন্সের মাধ্যমে কমিটির নিয়মিত এ বৈঠক হয়।

অধিদপ্তরের পরিচালক ও বিশেষজ্ঞ কমিটির চেয়ারম্যান ছাদেকুল আলম জানান, সামগ্রিকভাবে দেশে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। বঙ্গোপসাগরে এক থেকে তিনটি লঘুচাপ সৃষ্টি হতে পারে, যার মধ্যে একটি নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। রাতের তাপমাত্রা ক্রমান্বয়ে কমতে পারে। দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াসের বেশি থাকতে পারে।

এদিকে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, গত অক্টোবরে সারাদেশে স্বাভাবিকের চেয়ে ২৯ শতাংশ বেশি বৃষ্টিপাত ছিল। ওই মাসে বঙ্গোপসাগরে তিনটি লঘুচাপ সৃষ্টি হয়। যার মধ্যে দুটি পরে গুরুত্বহীন হয়ে পড়লেও একটি ঘনীভূত হয়ে নিম্নচাপ এবং পরে ঘূর্ণিঝড় ‘দানা’য় রূপ নেয়।  

আবহাওয়াবিদ ওমর ফারুক বলেন, এই মাসের ১৫ দিনের মধ্যে ঘূর্ণিঝড়ের আশঙ্কা কম। ঝড় হলে এর পরে হতে পারে। চলতি মাসের ১২ তারিখের পর থেকে শীতের আমেজ পাওয়া যেতে পারে।

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের