রোববার,

২১ সেপ্টেম্বর ২০২৫,

৬ আশ্বিন ১৪৩২

রোববার,

২১ সেপ্টেম্বর ২০২৫,

৬ আশ্বিন ১৪৩২

Radio Today News

শীতের আগমনী বার্তা, কুয়াশার চাদরে দেশের দুই জেলায়

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১১:১৪, ২১ সেপ্টেম্বর ২০২৫

Google News
শীতের আগমনী বার্তা, কুয়াশার চাদরে দেশের দুই জেলায়

দেশের উত্তরাঞ্চলে শীতের আগমনী বার্তা দেখা দিয়েছে। পঞ্চগড় ও জয়পুরহাটে গত তিনচার দিন ধরে ভোরের আকাশ ঘন কুয়াশায় ঢেকে থাকছে। ফসলের মাঠ, ঘাস আর গাছের পাতায় জমছে শিশিরবিন্দু। রোববার (২১ সেপ্টেম্বর) সকাল ৭টা পর্যন্ত কুয়াশার আস্তরণে ঢাকা ছিল চারপাশ। তবে গরম আবহাওয়া বিরাজ করছে।

তেঁতুলিয়া আবহাওয়া অফিস জানায়, সাধারণত অক্টোবরের শুরু থেকে মাঝামাঝি সময়ে শীতের আমেজ শুরু হয়। তবে এবার মেঘলা আকাশ ও বৃষ্টিপাতের কারণে কিছুটা আগেই শীতের অনুভূতি আসতে শুরু করেছে। বর্তমানে দিনে তাপমাত্রা ২৯ থেকে ৩০ ডিগ্রি সেলসিয়াস এবং রাতে ২৫ থেকে ২৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকছে। শুক্রবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। শনিবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ২৫ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

স্থানীয়রা বলছেন, কয়েক দিনের টানা বৃষ্টির পর থেকে ভোরে হালকা শীত অনুভূত হচ্ছে। স্থানীয় একজন বলেন, ‘সময় হিসেবে শীত আসতে এখনও দেরি। কিন্তু টানা বৃষ্টির পর ভোরে চারপাশে ঘন কুয়াশা দেখা যায়। রাতে হালকা কাঁথা নিয়েই ঘুমাতে হচ্ছে।’

করতোয়া নদীর পাশের তুলারডাঙ্গা মহল্লার এক বাসিন্দা বলেন, ‘ভোরে ৭-৮টা পর্যন্ত ঘন কুয়াশা থাকে। বৃষ্টি হলে শীত লাগে, আবার দুপুরে রোদ উঠলে গরম লাগে।’

তেঁতুলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় বলেন, ‘মৌসুমী বায়ু নিষ্ক্রিয় হয়ে যাওয়ায় উত্তর দিক থেকে পাহাড়ি হিম বাতাস বইছে। এতে ভোরের দিকে কুয়াশা দেখা যাচ্ছে। মূলত এই কুয়াশাই শীতের আগমনের ইঙ্গিত দিচ্ছে।’

অন্যদিকে, নওগাঁর বদলগাছী আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা হামিদুল ইসলাম জানান, ‘এ বছর শরৎকালে অস্বাভাবিকভাবে বেশি বৃষ্টি হয়েছে। এর প্রভাবে হিমেল বাতাস বইছে এবং রাতের তাপমাত্রা কমতে শুরু করেছে। ফলে ভোর ও সকালে কুয়াশা দেখা যাচ্ছে।’ ধীরে ধীরে তাপমাত্রা নামতে শুরু করবে বলে জানান তিনি।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের