রোববার,

২১ সেপ্টেম্বর ২০২৫,

৬ আশ্বিন ১৪৩২

রোববার,

২১ সেপ্টেম্বর ২০২৫,

৬ আশ্বিন ১৪৩২

Radio Today News

সিলেটে ফের ভূমিকম্প অনুভূত, রিখটার স্কেলের মাত্রা কত?

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৪:০৫, ২১ সেপ্টেম্বর ২০২৫

আপডেট: ১৫:৩৪, ২১ সেপ্টেম্বর ২০২৫

Google News
সিলেটে ফের ভূমিকম্প অনুভূত, রিখটার স্কেলের মাত্রা কত?

সিলেটে ফের ভূমিকম্প অনুভূত  হয়েছে। আজ রোববার দুপুর ১২টা ১৯ মিনিট ৩ সেকেন্ডে এ ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে এই ভূমিকম্পটির মাত্রা ছিল ৪ দশমিক। হঠাৎ ভবন দুলে ওঠায় মানুষের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

সিলেট আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ সজিব হোসেন সমকালকে জানিয়েছেন, রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৪। ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল সুনামগঞ্জের ছাতক উপজেলায়। তবে এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।

ভূমিকম্প বিশেষজ্ঞদের মতে, রিখটার স্কেলে ৪ মাত্রার ভূমিকম্পকে তুলনামূলকভাবে হালকা ধরনের বলা হয়। এতে সাধারণত বড় ধরনের ক্ষয়ক্ষতির ঝুঁকি থাকে না, তবে মানুষ আতঙ্কিত হয়ে পড়ে এবং ঝুঁকিপূর্ণ ভবন বা দুর্বল কাঠামোয় সামান্য ক্ষতি হতে পারে।

এর আগে চলতি বছরের এপ্রিল মাসের ১ তারিখে ভূমিকম্প অনুভূত হয়। চলতি মাসের ১৪ সেপ্টেম্বর বিকেল ৫টা ১১ মিনিটে সিলেটে ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৯।

তারও আগে গত ৫ মার্চ সকালে সিলেটে ভূমিকম্প হয়। এই ভূমিকম্পের উৎপত্তিস্থল ভারত ও মিয়ানমারের সীমান্ত এলাকা। উৎপত্তিস্থলে এর মাত্রা ছিলো রিখটার স্কেলে ৫ দশমিক ৬।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের