রোববার,

২১ সেপ্টেম্বর ২০২৫,

৬ আশ্বিন ১৪৩২

রোববার,

২১ সেপ্টেম্বর ২০২৫,

৬ আশ্বিন ১৪৩২

Radio Today News

তরুণ তিব্বতি উদ্যোক্তা ফু সেরিং

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৪:৪২, ২১ সেপ্টেম্বর ২০২৫

Google News
তরুণ তিব্বতি উদ্যোক্তা ফু সেরিং

যখন সকালের কুয়াশা তার হিমেল চাদরে ঢেকে দেয় পাহাড়ের চূড়াগুলো, তখন দক্ষিণ-পশ্চিম চীনের সিচাং স্বায়ত্তশাসিত অঞ্চলের গাইরোং শহরের নিথসুন গ্রামটির রূপ বদলে যায়। সে যেন মেঘের মধ্যে হয়ে যায় এক পাহাড়ের চূড়া।

তুষারাবৃত চূড়ায় ঘেরা এই ভূস্বর্গের মাঝে তরুণ ফু সেরিং চালু করেছেন একটি  সাদাসিধে ক্যাম্পসাইট। এখানে এসে পর্যটকরা উপভোগ করবেন তারাভরা রাতের আকাশ আর তুষারে ঢাকা পর্বতমালা। মর্ত্যের বুকে এক টুকরো স্বর্গের স্বাদ উপোভোগ করতে এর চেয়ে ভালো আর কী হতে পারে।

অঞ্চলের উন্নয়নের কথা ভেবে এই ব্যবসা শুরু করেন ফু।  প্রতিষ্ঠা করেন অভিনব এ উদ্যোগ।  এখানে তিনি এমন এক সেবা প্রদানকারী, যার লক্ষ্য কেবল অর্থ উপার্জন নয়, বরং স্থানীয় অর্থনীতিকে চাঙ্গা করা এবং নিজের শহরকে আকর্ষণীয় করে তোলা।

তরুণ উদ্যোক্তা ফু সেরিং বলেন, ‘রাস্তাঘাট এবং ইন্টারনেট উন্নত হয়েছে। এখানকার দৃশ্য সুন্দর। ফলে পর্যটক ধীরে ধীরে বেড়েছে। অনেকেই আমাকে বলেছিলেন, এখানে বেড়াতে এলেও থাকার জায়গা নেই। তাদের চাহিদা মেটাতেই ক্যাম্পগ্রাউন্ড খুলেছি।‘

২০১৭ সালে, ফু তার নিজের শহরে একটি প্রযুক্তি উদ্যোগ চালু করতে বিনিয়োগ করেন। তার প্রাথমিক প্রেরণা ছিল নতুন উদ্যোগের মাধ্যমে জনগোষ্ঠীর উন্নয়ন।

ফু সেরিং বলেন, তার ভাই প্রায়শই তাকে ব্যবসায় সাহায্য করে এবং তারা সম্প্রতি সাইটে ক্যাম্পিং করা পর্যটকদের আরও ভালভাবে সেবা দেওয়ার জন্য নিজেরা কফিও বানাতে শুরু করে।

ফু সেরিং তার ক্যাম্পসাইট ব্যবসার নিয়ে দারুণ আশাবাদী। এ লক্ষ্যে গ্রাহক সন্তুষ্টি নিশ্চিত করার পাশাপাশি ব্যবসাটা যেন স্থায়ী হয়, সেই লক্ষ্যে অবিচল তিনি।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের