রোববার,

২১ সেপ্টেম্বর ২০২৫,

৬ আশ্বিন ১৪৩২

রোববার,

২১ সেপ্টেম্বর ২০২৫,

৬ আশ্বিন ১৪৩২

Radio Today News

সাগরে লঘুচাপ সৃষ্টি: বৃষ্টি নিয়ে যা বলছে আবহাওয়া অফিস

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৫:৪৩, ২০ সেপ্টেম্বর ২০২৫

Google News
সাগরে লঘুচাপ সৃষ্টি: বৃষ্টি নিয়ে যা বলছে আবহাওয়া অফিস

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী ২৪ সেপ্টেম্বরের মধ্য উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় লঘুচাপ সৃষ্টি হতে পারে।

শনিবার (২০ সেপ্টেম্বর) সকালে আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

পূর্বাভাসে বলা হয়েছে, মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে।

এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে। উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় ২৪ সেপ্টেম্বরের মধ্যে একটি লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা রয়েছে।
এদিকে আগামী ২৪ ঘণ্টায় সারা দেশ বজ্রসহ বৃষ্টি ঝরতে পারে।

সেই সঙ্গে কোথাও কোথাও ভারি বর্ষণ হতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। পাশাপাশি তাপমাত্রার কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই বলেও সংস্থাটি আভাস দিয়েছে। 

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের