বুধবার,

০২ জুলাই ২০২৫,

১৭ আষাঢ় ১৪৩২

বুধবার,

০২ জুলাই ২০২৫,

১৭ আষাঢ় ১৪৩২

Radio Today News

হজ ক্যাম্পে প্রতারণা: সৌদিতে বাংলাদেশিসহ গ্রেপ্তার ২৭

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৮:১৫, ২০ জুন ২০২২

আপডেট: ১৮:১৬, ২০ জুন ২০২২

Google News
হজ ক্যাম্পে প্রতারণা: সৌদিতে বাংলাদেশিসহ গ্রেপ্তার ২৭

সৌদি আরবের ছয়টি এলাকায় হজ ক্যাম্পের ভুয়া অফিস খুলে প্রতারণার অভিযোগে এক বাংলাদেশি নাগরিকসহ মোট ২৭ জন বিদেশি পর্যটককে গ্রেপ্তার করেছে দেশটির পাবলিক সিকিউরিটি বিভাগ।

রবিবার (১৯ জুন) সৌদি গেজেটের প্রতিবেদনে বলা হয়েছে, হজ এবং উমরাহ’র ভুয়া ক্যাম্পের বিরুদ্ধে অভিযান চালানোর সময় ওই ২৭ জনকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানিয়েছে, চটকদার বিজ্ঞাপন এবং প্রচারণা চালিয়ে অভিযুক্তরা হাজযাত্রীদের আকৃষ্ট করে অর্থ হাতিয়ে নিচ্ছিলেন।

ইংরেজি দৈনিকটির প্রতিবেদনের তথ্য অনুযায়ী, রিয়াদের চারটি এবং আল-কাসিম এলাকার দুটি অঞ্চলে ভুয়া অফিস খুলে ভুক্তভোগীদের সঙ্গে প্রতারণা করেন তারা।

পুলিশের দেয়া তথ্য উদ্ধৃত করে প্রতিবেদনে বলা হয়েছে, গ্রেপ্তারদের মধ্যে মিশরের ১১ জন, সিরিয়ার ১০ জন, পাকিস্তান-সুদানের দুজন করে এবং ইয়েমেন-বাংলাদেশ থেকে একজন করে পর্যটক রয়েছে।

অভিযুক্তদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিয়ে সোমবার (২০ জুন) পাবলিক প্রসিকিউশন বিভাগে পাঠানো হয়েছে।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের