
স্কটল্যান্ডের প্রথম মুসলিম ও দক্ষিণ এশীয় বংশোদ্ভুত ফার্স্ট মিনিস্টার নির্বাচিত হলেন হামজা হারুন ইউসেফ।
মঙ্গলবার সদ্য সাবেক ফার্স্ট মিনিস্টার নিকোলা স্টারগনের স্থলাভিষিক্ত হওয়ার মধ্য দিয়ে অনেক প্রথমের সাক্ষী হলেন পাকিস্তানি বংশোদ্ভুত ৩৭ বছর বয়সী এই রাজনীতিবিদ। সবচে' কম বয়সী রাজনীতিবিদ হিসেবে দীর্ঘদিনের স্বাধীকার আন্দোলনের ভার হামজা ইউসেফের কাধেই দিলো স্কটিশরা। পশ্চিম ইউরোপীয় কোন দেশের প্রথম মুসলিম নেতাও তিনি। রাজা তৃতীয় চার্লসের অনুমোদনের পর আজ আনুষ্ঠানিকভাবে শপথ নেয়ার কথা রয়েছে তার।
এর আগে দলের ৫২ শতাংশ ভোট পেয়ে স্কটল্যান্ডের ক্ষমতাসীন ন্যাশনাল পার্টির নেতা নির্বাচিত হন হামজা ইউসেফ। এর আগে দায়িত্ব পালন করেন নিকোলা স্টারগন সরকারের স্বাস্থ্যমন্ত্রী হিসেবে। তার ক্ষমতায় আসাকে স্বাগত জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক। বিভক্তির চেয়ে অর্থনৈতিক ও কৌশলগত খাতে বেশি গুরুত্ব দেয়ার আহ্বান জানান তিনি। জরিপ বলছে, বর্তমানে স্কটল্যান্ডের ৪৫ শতাংশ মানুষ স্বাধীনতার পক্ষে। হামজা ইউসেফের ন্যাশনাল পার্টিরও অন্যতম ম্যানিফেস্টো ''সার্বভৌম স্কটল্যান্ড''।
রেডিওটুডে নিউজ/আনাম