শুক্রবার,

২৮ মার্চ ২০২৫,

১৪ চৈত্র ১৪৩১

শুক্রবার,

২৮ মার্চ ২০২৫,

১৪ চৈত্র ১৪৩১

Radio Today News

কাতারে অবৈধভাবে বসবাসকারী প্রবাসীদের জন্য সুসংবাদ

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১০:৩১, ৯ ফেব্রুয়ারি ২০২৫

Google News
কাতারে অবৈধভাবে বসবাসকারী প্রবাসীদের জন্য সুসংবাদ

কাতারে থাকা অবৈধ প্রবাসীদের জন্য বড় সুসংবাদ দিয়েছে দেশটি। কাতারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অবৈধভাবে বসবাসকারী প্রবাসীদের জন্য নতুন করে ক্ষমার সুযোগ ঘোষণা করা হলো। কাতারের আবাসন আইন লঙ্ঘন করে যারা আইডি-ভিসার মেয়াদ শেষ করেও কাতারে অবস্থান করছে তাদের জন্য এই সুযোগ।

নতুন ঘোষিত এই ক্ষমার সুযোগে তারা নির্দিষ্ট সময়ের মধ্যে জেল-জরিমানা ছাড়া কাতার ত্যাগ করতে পারবেন। রোববার (৫ ফেব্রুয়ারি) শুরু হওয়া এই ক্ষমা চলবে আগামী তিন মাস। এই সময়ের মধ্যে অবৈধ প্রবাসীরা কাতারের হামাদ আন্তর্জাতিক বিমানবন্দরের মাধ্যমে সরাসরি নিজেদের দেশে ফিরে যেতে পারবেন।

এছাড়া সাপ্তাহিক ছুটির দিন ব্যাতীত প্রতিদিন দুপুর ১টা থেকে রাত ৯টা পর্যন্ত সালওয়া রোড-এ অবস্থিত "সার্চ অ্যান্ড ফলো-আপ ডিপার্টমেন্টে" উপস্থিত হয়ে প্রয়োজনীয় প্রক্রিয়া শেষ করতে পারবেন প্রবাসীরা।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের