
শিশু সাহিত্যিক আলী ইমাম
জনপ্রিয় শিশু সাহিত্যিক, গণমাধ্যম ব্যক্তিত্ব ও সংগঠক আলী ইমাম মারা গেছেন। 'ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন' তার বয়স হয়েছিল ৭০ বছর।
তিনি বাংলাদেশ টেলিভিশনের মহাব্যবস্থাপকের দায়িত্বে ছিলেন। ২০০৬ সালে চাকরি থেকে অবসর গ্রহণ করেন তিনি।
শ্বাসযন্ত্রের সমস্যা, নিউমোনিয়াসহ নানা রকম জটিল রোগে তিনি ভুগছিলেন। রাজধানীর ধানমন্ডির ইবনে সিনা বিশেষায়িত হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ ২১ নভেম্বর তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ছড়াকার ইমরান পরশ।
চাকরি থেকে অবসর নেয়ার পর তিনি কম্পিউটার প্রকৌশল বিষয়ে স্নাতক ডিগ্রি নেয়ার জন্য স্যার সাঈদ ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজিতে ভর্তি হন। এবং ২০১০ সালে তার শিক্ষা সমাপ্ত হয়।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 'নভো থিয়েটার' তার নকশায় রাজধানীতে নির্মিত হয়েছে। গল্প, উপন্যাস, ফিচার, প্রবন্ধ, ভ্রমণ কাহিনী, বিজ্ঞান কল্পকাহিনী এসবই তিনি লিখেছেন ছোটদের জন্য। তার প্রকাশিত গ্রন্থ সংখ্যা ৬ শতাধিক।
আলী ইমামের জন্মস্থান ব্রাহ্মণবাড়িয়ায়। জন্মের ছয় মাস পরে তার পুরো পরিবার ঢাকায় চলে আসে। পরিবারসহ তিনি থাকতেন পুরান ঢাকার ঠাটারীবাজারে। তার শৈশব, কৈশোর কেটেছে পুরান ঢাকার ওয়ারী, লিংক রোড, নয়াবাজার, কাপ্তানবাজার, ফুলবাড়িয়া নবাবপুর এলাকায়।
এস আর