শুক্রবার,

১৯ এপ্রিল ২০২৪,

৬ বৈশাখ ১৪৩১

শুক্রবার,

১৯ এপ্রিল ২০২৪,

৬ বৈশাখ ১৪৩১

Radio Today News

‘রসগোল্লা’ ইংরেজি কী? ৯৯ শতাংশ মানুষ পারেননি!

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ২২:১৮, ২৯ জানুয়ারি ২০২৩

Google News
‘রসগোল্লা’ ইংরেজি কী? ৯৯ শতাংশ মানুষ পারেননি!

ভাষার সংমিশ্রণ আমাদের যাপিত জীবনের অংশ। আমাদের চারপাশে ছড়িয়ে ছিটিয়ে থাকা অসংখ্য জিনিসের নাম উচ্চারিত হচ্ছে ইংরেজিতে। যার খাঁটি বাংলা শব্দ আছে তবুও ইংরেজিতে বলতে হচ্ছে। 

যেমন- কলম চাইতে গেলে হুট করেই বলে ফেলছি পেনটা দেন তো! কিন্তু চাইলেই আমরা রসগোল্লার ইংরেজি বলতে পারছি না। ‘রসগোল্লা’ ইংরেজি কী?  ৯৯ শতাংশ মানুষ এটাই উত্তর দিতে পারেনি।

সম্প্রতি একটি ব্লগে প্রকাশিত প্রতিবেদন জানিয়েছে- এক সাক্ষাৎকারে জিজ্ঞাসা করা হয়েছিল, ‘রসগোল্লা’ ইংরেজি কী? ৯৯ শতাংশ মানুষই যার উত্তর দিতে পারেননি। আপনি কী পারবেন?

না পারলে জেনে নিন। আর এতে অবাক হবেন যে ইংরেজিতে আভিধানিকভাবে রসগোল্লাকে ‘সিরাপ ফিল্ড রোল’ (Syrup Filled Roll) বলা হয়। 

যদিও গুগলের ইংরেজিতে রসগোল্লার ইংরেজি Rasgulla-ই লেখা রয়েছে। তবে এটি সঠিক নয়। এর একটি আলাদা ইংরেজি নামও রয়েছে ৷ যার ব্যবহার এখন প্রায় আর হয় না বললেই চলে। সেটা হলো ‘সিরাপ ফিল্ড রোল’ (Syrup Filled Roll)।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের