বৃহস্পতিবার,

২৫ এপ্রিল ২০২৪,

১১ বৈশাখ ১৪৩১

বৃহস্পতিবার,

২৫ এপ্রিল ২০২৪,

১১ বৈশাখ ১৪৩১

Radio Today News

টিকার দুই ডোজের সময়ের ব্যবধান কমিয়ে আনতে প্রধানমন্ত্রীর নির্দেশনা

স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ২৩:০২, ২৩ আগস্ট ২০২১

আপডেট: ২৩:৩১, ২৩ আগস্ট ২০২১

Google News
টিকার দুই ডোজের সময়ের ব্যবধান কমিয়ে আনতে প্রধানমন্ত্রীর নির্দেশনা

টিকার দুই ডোজের মধ্যে সময়ের ব্যবধান কমিয়ে আনা যায় কিনা সে ব্যাপারে বিশেষ নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ সোমবার (২৩ আগস্ট) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার নিয়মিত বৈঠক অনুষ্ঠিত হয়।

এসময় সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগ থেকে ভিডিও কনফারেন্সের সাহায্যে ভার্চুয়ালি এই বৈঠকে অংশ গ্রহণ করেন মন্ত্রিসভার সদস্যরা। পরে বৈঠক শেষে এ বিষয়ে সাংবাদিকদের জানান সচিবালয়ের মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

টিকার দুই ডোজের মধ্যে সময়ের ব্যবধান আরও কমিয়ে আনা যায় কিনা সে ব্যাপারে চিন্তা-ভাবনা করা হচ্ছে উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, “অন্য অনেক দেশে আমাদের দেশের থেকে কম সময়ে সেকেন্ড ডোজ দিচ্ছে।”

এছাড়াও বৈঠকে প্রধানমন্ত্রী দেশের সকল গার্মেন্টস ফ্যাক্টরি ও অন্যান্য কলকারখানায় কর্মরত শ্রমিক এবং তাদের পরিবারের সদস্যদেরও ভ্যাকসিন প্রদান করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেন।

রেডিওটুডে নিউজ/জেএফ

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের