শুক্রবার,

০২ মে ২০২৫,

১৯ বৈশাখ ১৪৩২

শুক্রবার,

০২ মে ২০২৫,

১৯ বৈশাখ ১৪৩২

Radio Today News

১১ দোকান পুড়ে ছাই, কোটি টাকার ক্ষতি

রেডিওটুডে প্রতিনিধি

প্রকাশিত: ১৫:০৯, ১৪ সেপ্টেম্বর ২০২২

Google News
১১ দোকান পুড়ে ছাই, কোটি টাকার ক্ষতি

সংগৃহীত ছবি

যশোর সেনানিবাস ও বিমান বন্দর সংলগ্ন বালিয়া ভোকুটিয়া কলোনিপাড়া বাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

বুধবার (১৪ সেপ্টেম্বর) ভোরে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে এ ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের দুই ইউনিট এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় অন্তত ১০টি দোকান পুড়ে গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, আগুনের লেলিহান শিখায় ১১টি দোকান পুড়ে গেছে। আশপাশের আরও কয়েকটি দোকানের ক্ষতিগ্রস্ত হয়েছে। আগুনে অনেক ব্যবসায়ী সর্বস্ব হারিয়ে পথে বসার উপক্রম হয়েছে। এতে অন্তত এক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, বুধবার ভোরে হঠাৎ করে বালিয়া ভেকুটিয়া বাজারের মার্কেটে ভয়াবহ আগুনের লেলিহান ছড়িয়ে পড়ে। এলাকাবাসী ও ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিসের কর্তৃপক্ষ জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বিদ্যুতের শর্ট সার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত।

এমএমএস

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের