শুক্রবার,

২৯ মার্চ ২০২৪,

১৪ চৈত্র ১৪৩০

শুক্রবার,

২৯ মার্চ ২০২৪,

১৪ চৈত্র ১৪৩০

Radio Today News

রান্নাঘরের ধোঁয়া যাওয়া নিয়ে দ্বন্দ্বে নারী খুন, আটক-৫

স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ০১:৩৩, ৩১ আগস্ট ২০২১

Google News
রান্নাঘরের ধোঁয়া যাওয়া নিয়ে দ্বন্দ্বে নারী খুন, আটক-৫

প্রতীকী ছবি

মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার ভিটি মালধা গ্রামে রান্নাঘরের ধোঁয়া যাওয়া নিয়ে দ্বন্দ্বে খাদিজা বেগম (৫০) নামে এক নারী খুন হয়েছে। 

রোববার সন্ধ্যায় উপজেলার ভিটি মালধা গ্রামে এ ঘটনা ঘটে। সে ওই গ্রামের মুক্তার বেপারীর স্ত্রী। এ ঘটনায় খাদিজার স্বামী মোক্তার বেপারী বাদী হয়ে টঙ্গীবাড়ি থানায় ৬ জনকে আসামী করে মামলা করলে সোমবার সকালে পুলিশ ৫ জনকে আটক করে।

আটককৃতরা হলেন- রমজান বেপারী, বকুল বেগম, নাজমুল হাসান অভি, আনোয়ার হোসেন ছৈয়াল, আলী ইসলাম। 

টঙ্গীবাড়ি থানার ওসি মাহবুব আলম জানান, মুক্তার বেপারীর সাথে তার প্রতিবেশী রমজান বেপারী গংদের দীর্ঘদিন যাবৎ জমি সংক্রান্ত বিষয় নিয়ে বিরোধ চলে আসছে। সেই বিরোধের জের ধরে রান্না ঘরের ধোয়া যাওয়া নিয়ে দ্বন্দ্বে রবিবার সন্ধ্যায় দু'পক্ষ ফের বিবাদে জড়িয়ে পড়ে। ওই সময় প্রতিবেশী রমজানগং মুক্তার বেপাীরর স্ত্রী খাদিজাকে বাঁশ দিয়ে পেটায় ও পেটে লাথি মারলে খাদিজা গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে টঙ্গীবাড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক অরিন ফারজানা তাকে মৃত ঘোষণা করে। নিহত খাদিজা বেগমের তিন মেয়ে এক ছেলে রয়েছে।

টঙ্গীবাড়ি থানার ওসি আরও বলেন, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় ৫ জনকে আটক করা হয়েছে।

স্থানীয় ইউপি সদস্য ইব্রাহিম জানান রান্নাঘরের ধোঁয়া যাওয়া নিয়ে মূলত বিবাদের সৃষ্টি হয়। সেই বিবাদের জের ধরেই খুন হন খাদিজা।

রেডিওটুডে নিউজ/ইকে

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের