শনিবার,

২৫ মার্চ ২০২৩,

১০ চৈত্র ১৪২৯

শনিবার,

২৫ মার্চ ২০২৩,

১০ চৈত্র ১৪২৯

Radio Today News
bangas biscuit

স্থাপত্যশৈলীর অনিন্দ সুন্দর নিদর্শন বরিশালের মিয়া বাড়ি মসজিদ

রেডিও টুডে রিপোর্ট

প্রকাশিত: ০১:৫৪, ১৮ ফেব্রুয়ারি ২০২৩

স্থাপত্যশৈলীর অনিন্দ সুন্দর নিদর্শন বরিশালের মিয়া বাড়ি মসজিদ

বরিশালের মিয়া বাড়ি মসজিদ

বরিশালে অবস্থিত মিয়া বাড়ি মসজিদটি নির্মিত হয় আনুমানিক ১৮ শতকের শেষ দিকে। বহু পুরনো হওয়া সত্ত্বেও বর্তমানেও এর স্থাপত্য শৈলীর সুন্দর নিদর্শন মুগ্ধতা  ছড়াচ্ছে সকল দর্শনার্থীদের মধ্যে।

মসজিদটির নিচে রয়েছে আবাসনব্যবস্থান যেখানে ছয়টি দরজা রয়েছে। সেখানে বর্তমানে মাদ্রাসার কিছু ছাত্র বসবাস করে। মসজিদটি সৌন্দর্য মূলত রয়েছে দোতালাকে কেন্দ্র করে। মসজিদটির দোতালায় মূলত রয়েছে বিশাল কারুকার্য নকশা।

মসজিদটির মাঝখানে রয়েছে বড় তিনটি গম্বুজ। তিনটি গম্বুজের মধ্যে মাঝের গম্বুজটি সবচেয়ে বড়। এই মসজিদটি নির্মাণ করেন হায়াত মাহমুদ, তিনি ব্রিটিশ সেনাকর্তৃক কারাবদ্ধ ছিলেন। কারাবদ্ধ থেকে ১৬ বছর পর মুক্ত হয়ে দেশে ফিরে তিনি এই মসজিদটি নির্মাণ করেছিলেন।

কীভাবে যাবেন?

অনবদ্য ও দৃষ্টিনন্দন নিদর্শন এই মিয়া বাড়ি মসজিদটি বরিশালের করা পুর ইউনিয়নে অবস্থিত। যেকোনো ঢাকা-বরিশাল গামী বাসে করে বরিশালে নেমে সেখানকার করা ফুল ইউনিয়নে পৌঁছে এই মিয়া বাড়ি মসজিদটি দেখতে পাওয়া যাবে।

বরিশাল নগর থেকে এই ঐতিহাসিক নিদর্শনটি মাত্র নয় কিলোমিটার দূরে অবস্থিত।

এস আর

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের