
মুগদায় অজ্ঞাতনামা এক যুবকের মরদেহ উদ্ধার
রাজধানীর মুগদা এলাকা থেকে মো. ফিরোজ (২৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার (১ জুন) সকাল ১০টার দিকে ওই মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
মুগদা থানার উপপরিদর্শক (এসআই) মো. মোস্তফা কামাল বলেন, 'আমরা খবর পেয়ে মুগদা হাসপাতালের জরুরি বিভাগের মর্গ থেকে তার মরদেহ উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।'
তিনি আরও বলেন, 'স্থানীয়দের কাছ থেকে জানতে পেরেছি নিহত যুবক ২৭ মে মুগদা এলাকায় অসুস্থ হয়ে রাস্তায় পড়ে থাকলে স্থানীয়রা তাকে উদ্ধার করে মুগদা হাসপাতালে ভর্তি করে। পরে চিকিৎসাধীন অবস্থায় রাতে মৃত্যু হয় তার।'
এ বিষয়ে এসআই জানান, মৃত ওই যুবকের সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা চলছে। এছাড়া ক্রাইমসিনকে খবর দেওয়া হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদনর পাওয়া গেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
এস আর