
সাঁতার কাটতে গিয়ে কলেজ ছাত্রের মৃত্যু
কুমিল্লা নগরীতে পুকুরে সাঁতার কাটার সময় মাজহারুল ইসলাম বাঁধন (২০) নামে এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে।
আজ শনিবার নগরীর টমছম ব্রিজ স্টাফ কোয়ার্টার পুকুরে এ ঘটনাটি ঘটে। নিহত মজহারুল ইসলাম বাঁধন দ্বাদশ শ্রেণির ছাত্র ছিল। তিনি নগরীর ২৬নং ওয়ার্ডের সামবকশী নামক এলাকার প্রবাসী দেলোয়ার হোসেনের ছেলে।
নিহতের মামা আনোয়ার হোসেন জানান, 'দুপুর ১২টার দিকে বাঁধন বন্ধুদের সঙ্গে টমছমব্রিজ স্টাফ কোয়ার্টার পুকুরে গোসল করতে যায়।
একপর্যায়ে সাঁতার কেটে পুকুরের মাঝখানে গিয়ে পানিতে ডুবে যায়। তার বন্ধুরা উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঘোষণা করেন।'
এস আর