রোববার,

১১ মে ২০২৫,

২৮ বৈশাখ ১৪৩২

রোববার,

১১ মে ২০২৫,

২৮ বৈশাখ ১৪৩২

Radio Today News

মেঘনা নদীতে মাছ ধরার খেপ দখল নিয়ে জেলেদর ওপর হামলা

আবু নাছের মঞ্জু, নোয়াখালী প্রতিনিধি

প্রকাশিত: ১০:৪১, ২৮ সেপ্টেম্বর ২০২৩

Google News
মেঘনা নদীতে মাছ ধরার খেপ দখল নিয়ে জেলেদর ওপর হামলা

মেঘনা নদীতে মাছ ধরার খেপ দখল করা নিয়ে জেলেদের ওপর হামলা হয়েছে

মেঘনা নদীতে মাছ ধরার খেপ দখলকে কেন্দ্র করে জেলেদের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ সময় দুই জেলে গুলিবিদ্ধসহ আহত হয়েছে ৫ জন। এছাড়া আরো ৫ জেলেকে অপহরণের অভিযোগ উঠেছে।

বুধবার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় নোয়াখালীর স্বর্ণদ্বীপের পশ্চিমে সন্দীপ অংশে এ ঘটনা ঘটে। 

এ সময় গুলিবিদ্ধ দুই জেলে হলেন নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চরমজিদ গ্রামের ভুলু মাঝির ছেলে জিল্লুর রহমান (৩২) ও চরতরাব আলী গ্রামের ফজলুল হকের ছেলে নুর আলম মিয়া (৩৫)। 

অপহৃত জেলেরা হলেন রাজু (১৩),জুয়েল (২৬), আব্দুর রহমান (২২), হোসেন (৪০) ও ইসমাইল (৪০)।    

ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে মধ্যরাতে ২৫০ শয্যা নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।  

জেলেরা জানান, সুবর্ণচরের মাইন উদ্দিন মাঝি ও অলি মাঝি দীর্ঘদিন থেকে স্বর্ণদ্বীপের পশ্চিমে সন্দীপ অংশে মেঘনা নদীতে মাছ শিকার আসছেন। কিছুদিন আগে নদীতে মাছ শিকারের এই খেপ দখলের চেষ্টা করে জলদস্যু কেফায়েত বাহিনী। বুধবার সন্ধ্যার দিকে কেফায়েতের লোকজন জেলেদের জাল কেটে দেয়। খবর পেয়ে দুটি ট্রলারে জেলেরা সেখানে গেলে কেফায়েতের সহযোগীরা জেলেদের ওপর হামলা চালিয়ে মাছ, জাল, ট্রলারসহ অন্যান্য মালামাল নিয়ে যায়। এ সময় দুই জেলে গুলিবিদ্ধ সহ ৫ জেলে আহত হয়। পরে দস্যুরা  ৫ জেলেকে অপহরণ করে নিয়ে যায়। 

চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির বলেন, মেঘনা নদীতে হামলায় সুবর্ণচরের দুই জেলে গুলিবিদ্ধসহ পাঁজনজ আহত হয়েছে বলে শুনেছেন। তবে এ বিষয়ে কেউ থানায় লিখিত অভিযোগ দেয়নি।

রেডিওটুডে নিউজ/এসবি

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের