সোমবার,

২৯ এপ্রিল ২০২৪,

১৫ বৈশাখ ১৪৩১

সোমবার,

২৯ এপ্রিল ২০২৪,

১৫ বৈশাখ ১৪৩১

Radio Today News

সাম্প্রদায়িকতাকে যারা লালন করে তারা সমাজের শত্রুঃ কৃষিমন্ত্রী

রেডিওটুডে ডেস্ক

প্রকাশিত: ১০:২৭, ২৪ অক্টোবর ২০২৩

আপডেট: ১০:২৮, ২৪ অক্টোবর ২০২৩

Google News
সাম্প্রদায়িকতাকে যারা লালন করে তারা সমাজের শত্রুঃ কৃষিমন্ত্রী

সংগৃহিত ছবি

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেছেন, "সাম্প্রদায়িকতাকে যারা লালন করে তারা সমাজের শত্রু, মানুষের শত্রু। আওয়ামী লীগ ধর্ম নিরপেক্ষতা ও অসাম্প্রদায়িকতায় বিশ্বাস করে। যে কোনো মূল্যে আমরা দেশে এই ধর্ম নিরপেক্ষতা ও অসাম্প্রদায়িকতাকে বজায় রাখব এবং অশুভ শক্তি অসুরকে নির্মূল করাই আমাদের লক্ষ্য।"

টাঙ্গাইলের মধুপুর উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনকালে গতকাল সোমবার (২৩ অক্টোবর) রাতে কৃষিমন্ত্রী এসব কথা বলেন।

কৃষিমন্ত্রী বলেন, "জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের সংবিধানে সুস্পষ্টভাবে উল্লেখ করেছেন যে, ধর্ম-বর্ণ নির্বিশেষে দেশের সকল মানুষের সমান অধিকার। এটিকে আমরা বজায় রাখতে চাই। যারা সাম্প্রদায়িকতা, মৌলবাদে বিশ্বাস করে। যারা ধর্মকে রাজনীতিতে ব্যবহার করে ক্ষমতায় যেতে চায়। তাদেরকে আমরা ঘৃণা করি।"

সম্প্রীতির সমাজ গড়ে তোলার আহ্বান জানিয়ে কৃষিমন্ত্রী আরও বলেন, "এবারের সার্বজনীন দুর্গাপূজায় আমাদের প্রত্যয় হোক, আমরা সকল সম্প্রদায়ের মানুষ মিলে সম্প্রীতির সমাজ গড়ে তোলব। সকল সম্প্রদায়কে নিয়ে উন্নত জাতি হিসেবে গড়ে উঠবো। সন্ত্রাস-জঙ্গিবাদ-মৌলবাদ মুক্ত হবে বাংলাদেশ।"

এসময় উপস্থিত ছিলেন মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীমা ইয়াসমিন ও উপজেলা আওয়ামী লীগের স্থানীয় নেতাকর্মীরা।

রেডিওটুডে নিউজ/এসবি

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের