
হরতালের আগের রাতে বন্দর নগরী চট্টগ্রামের কর্ণফুলী ও চান্দগাঁও এলাকায় একটি মিনি ট্রাক ও একটি মিনি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার দিবাগত রাত পৌনে ৮টা ও পৌনে ৯টার দিকে এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করে কালুরঘাট ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার বাহারউদ্দিন বলেন, রাত পৌনে আটটার দিকে কর্ণফুলী থানার শাহ আমানত সেতুর টোল প্লাজা সংলগ্ন সড়কে চলন্ত মিনি ট্রাকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণ আনে।
তিনি বলেন, বহদ্দারহাট বাসস্ট্যান্ড এলাকায় একটি বাসেও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে কালুরঘাট স্টেশনের দুইটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।
এদিকে চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুল কবির বলেন, বাসের ব্যাটারি সংযোগ স্থান থেকে আগুনের সূত্রপাত হয়েছে। ঘটনাস্থলে ভিডিও ফুটেজ সংগ্রহ করা হয়েছে। কি কারণে আগুনের সূত্রপাত হয়েছে, সেটা তদন্ত করা হচ্ছে। ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়, রাত ৮টার দিকে কর্ণফুলী থানার শাহ আমানত সেতুর টোল প্লাজা সংলগ্ন সড়কে চলন্ত মিনি ট্রাকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
রেডিওটুডে/এমএমএইচ