সোমবার,

০৬ মে ২০২৪,

২৩ বৈশাখ ১৪৩১

সোমবার,

০৬ মে ২০২৪,

২৩ বৈশাখ ১৪৩১

Radio Today News

পাটুরিয়ায় ফেরি দুর্ঘটনায় উদ্ধার অভিযান চলছে

মানিকগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৫:১৯, ৩০ অক্টোবর ২০২১

আপডেট: ১৮:৪৮, ৩০ অক্টোবর ২০২১

Google News
পাটুরিয়ায় ফেরি দুর্ঘটনায় উদ্ধার অভিযান চলছে

পাটুরিয়া ঘাটে উদ্ধার অভিযান (ফাইল ছবি)

পাটুরিয়া ঘাটে ফেরি দুর্ঘটনার ঘটনায় চতুর্থ দিনের মতো উদ্ধার অভিযান চালাচ্ছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ।

আজ শনিবার (৩০ অক্টোবর) সকাল থেকে ফেরিতে আটকে থাকা ট্রাক উদ্ধারে কাজ শুরু করে উদ্ধারকারী জাহাজ হামজা।

এ বিষয়ে বিআইডব্লিটিএর যুগ্ম পরিচালক ও হামজার কমান্ডার এসএম সানোয়ার হোসেন বলেন, তিন দিনের অভিযানে ১২টি যানবাহন উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনাকবলিত ফেরি আমানত শাহের ভেতরে ডুবে থাকা বাকি দুটি যানবাহন উদ্ধারে কাজ শুরু করেছি। ফেরি ও যানবাহন উদ্ধারে জাহাজ রুস্তম যুক্ত হওয়ার কথা রয়েছে।

তিনি আরও জানান, ফেরি দুর্ঘটনার প্রথম দিনে চারটি, দ্বিতীয় দিনে পাঁচটি এবং তৃতীয় দিনে তিনটিসহ ১২টি যানবাহন উদ্ধার করতে সক্ষম হয়েছে জাহাজ হামজা। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

এর আগে বুধবার (২৭ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে ১৪টি যানবাহনসহ পাটুরিয়ার ৫ নম্বর ঘাটে ডুবে যায় রো রো ফেরি আমানত শাহ। এরপরই শুরু হয় উদ্ধার অভিযান।

রেডিওটুডে নিউজ/জেএফ

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের