মঙ্গলবার,

১৫ জুলাই ২০২৫,

৩০ আষাঢ় ১৪৩২

মঙ্গলবার,

১৫ জুলাই ২০২৫,

৩০ আষাঢ় ১৪৩২

Radio Today News

আরাকান আর্মির গুলিতে বাংলাদেশির পা বিচ্ছিন্ন

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১১:২৮, ২৩ মে ২০২৪

Google News
আরাকান আর্মির গুলিতে বাংলাদেশির পা বিচ্ছিন্ন

কক্সবাজারের টেকনাফের নাফ নদীতে আরাকান আর্মির ছোঁড়া গুলিতে এক বাংলাদেশি জেলে গুলিবিদ্ধ হয়েছেন। গুলিতে তার ডান পায়ের গোড়ালি উড়ে যায় এবং বাম পাও গুলিবিদ্ধ হয়। 
 
আহত জেলে টেকনাফের হোয়াইক্যং ২ নম্বর ওয়ার্ড বালুখালি গ্রামের মৃত আব্দুল শুক্কুরের ছেলে মো. হোসেন আলী (৫০)। বুধবার (২২ মে) বিকাল ৫টার দিকে টেকনাফের হোয়াইক্যং পয়েন্টে নাফ নদীতে এ ঘটনা ঘটে।
 
মো. হোসেন আলী জানান, বুধবার বিকালে নাফ নদীর হোয়াইক্যং পয়েন্টে মিয়ানমার অংশের কাছাকাছি মাছ শিকার করছিলেন তিনি। এ সময় হঠাৎ আরাকান আর্মির সদস্যরা তার ওপর এলোপাতাড়ি গুলি শুরু করে। এতে তার ডান পায়ের গোড়ালি উড়ে যায় এবং বাম পায়ে গুলি লাগে।
 
ঘটনার সত্যতা নিশ্চিত করে হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ শাহাদাত সিরাজী জানান, টেকনাফের হোয়াইক্যং ১৮ নম্বর সীমান্ত পিলারের কাছে নাফ নদীতে মাছ ধরছিলেন মো. হোসেন আলী। এ সময় ওপার থেক বাংলাদেশি জেলেদের লক্ষ্য করে গুলি করা হয়। পরে গুলিবিদ্ধ অবস্থায় হোসেনকে উদ্ধার করে অন্য জেলেরা।

তিনি আরও জানান, হোসেন আলীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে কুতুপালংয়ের একটি বেসরকারি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামে পাঠানো হয়েছে।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের