
প্রতীকী ছবি
রাজবাড়ী সদরের বানীবহ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল লতিফ মিয়াকে গুলি করে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার (১১ নভেম্বর) রাতে এ ঘটনা ঘটে।
জানা যায়, রাত বারোটার দিকে বাড়ি ফেরার পথে তাকে গুলি করা হয়। আসন্ন ইউপি নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ছিলেন তিনি।
রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার মো. সালাহউদ্দিন জানান, বৃহস্পতিবার রাতে বানীবহ বাজার থেকে ফেরার পথে নিজের বাড়ি তিনশ গজ দূরে লতিফের পথ আটকে তার ওপর গুলি চালায় দুর্বৃত্তরা। গুরুতর আহত লতিফকে প্রথমে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে ঢাকায় নেওয়ার পথে রাত সাড়ে ৩টার দিকে তার মৃত্যু হয়।
তিনি আরও বলেন, ঘটনার পরপরই এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। যারা এ ঘটনার সাথে জড়িত তাদের গ্রেফতারের চেষ্টা চলছে।
স্থানীয় চেয়ারম্যান গোলাম মোস্তফা জানান, লতিফ নির্বাচনের কাজ শেষ করে সে বাড়ি ফেরার পথে কারা যেন তাকে গুলি করে হত্যা করে। তার লাশ ফরিদপুর মেডিকেল কলেজে রয়েছে।
রেডিওটুডে নিউজ/জেএফ