
গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে কুপিয়ে ও গলা কেটে হত্যার ঘটনায় ফয়সাল ও শাহ আলম নামে আরও দুইজন গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (৯ আগস্ট) সকালে তাদের গ্রেপ্তারের বিষয়টি জানিয়েছে পুলিশ। এ নিয়ে এ ঘটনায় মোট ৭ জনকে গ্রেপ্তার করা হলো।
এর আগে পাঁচজনকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। শুক্রবার (৮ আগস্ট) রাতে তাদের গ্রেপ্তারের করা হয় বলে জানায় গাজীপুর মেট্রোপলিটন পুলিশ।
রাতে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) উপকমিশনার রবিউল হাসান বলেন, সাংবাদিক তুহিন হত্যার ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। গাজীপুরের সদর উপজেলার ভবানীপুর থেকে ফয়সাল ওরফে কেটু মিজান, তার স্ত্রী গোলাপী ও সুমনকে গ্রেপ্তার করা হয়। রাজধানীর উত্তরার তুরাগ এলাকা থেকে আল আমিনকে পুলিশ গ্রেপ্তার করা হয়। অপরদিকে গাজীপুরের সদর উপজেলার হোতাপাড়া এলাকা থেকে স্বাধীন নামে অপর আরেকজনকে গ্রেপ্তার করে র্যাব।
রেডিওটুডে নিউজ/আনাম