
বেতন-ভাতা নিয়মিত প্রদান না করলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানপ্রধানের এমপিও স্থগিতসহ কমিটির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থার সিদ্ধান্ত।
বেসরকারি মাদরাসাগুলোর শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা নিয়মিতভাবে প্রদান না করলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানপ্রধানের এমপিও স্থগিতসহ কমিটির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে মাদরাসা শিক্ষা অধিপ্তর।
বুধবার (২০ আগস্ট) অধিপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মো. আব্দুল মান্নানের স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা জারি করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মাদরাসা শিক্ষা অধিদপ্তরের আওতাধীন এমপিওভুক্ত মাদরাসাসমূহে শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা সরকার থেকে নিয়মিতভাবে প্রেরণ করা হলেও কিছু প্রতিষ্ঠান ওই অর্থ কর্মীদের না দিয়ে আটকে রাখছে। কোনো কারণ ছাড়াই এই অর্থ প্রদান না করার একাধিক অভিযোগ অধিপ্তরে জমা পড়েছে।
এ বিষয়ে স্পষ্টভাবে জানানো হয়, বিধি অনুযায়ী, এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা প্রদান না করার এখতিয়ার প্রতিষ্ঠানপ্রধান বা কমিটির নেই। এমনকি শাস্তিমূলক ব্যবস্থার অংশ হিসেবেও কারও বেতন বা খোরপোশ ভাতা বন্ধ করা যাবে না।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, প্রতিষ্ঠানগুলোতে শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা প্রাপ্তি নিশ্চিত করতে হবে। নির্দেশনা অমান্য করলে ‘বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান (মাদরাসা) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-২০১৮ (সংশোধিত ২৩ নভেম্বর ২০২০)’ অনুযায়ী প্রতিষ্ঠানপ্রধানের এমপিও স্থগিত বা প্রতিষ্ঠানের এমপিও বাতিল করা হবে। পাশাপাশি, বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের প্রবিধানমালা ২০০৯-এর অনুচ্ছেদ ৩৮ অনুযায়ী কমিটির বিরুদ্ধেও আইনি ব্যবস্থা নেওয়া হবে।
রেডিওটুডে নিউজ/আনাম