শুক্রবার,

১৯ সেপ্টেম্বর ২০২৫,

৪ আশ্বিন ১৪৩২

শুক্রবার,

১৯ সেপ্টেম্বর ২০২৫,

৪ আশ্বিন ১৪৩২

Radio Today News

সীমান্তে আটক ৮ বাংলাদেশিকে ফিরিয়ে দিল বিএসএফ

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১২:১৬, ১৯ সেপ্টেম্বর ২০২৫

Google News
সীমান্তে আটক ৮ বাংলাদেশিকে ফিরিয়ে দিল বিএসএফ

সাতক্ষীরা সীমান্তে ভারতের সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) হাতে আটক ৮ বাংলাদেশি নাগরিককে বিজিবির কাছে হস্তান্তর করা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় সাতক্ষীরার তলুইগাছা সীমান্তে পতাকা বৈঠকের মাধ্যমে ভারতের আমুদিয়া ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাদের হস্তান্তর করে। এরপর রাতেই তাদের সাতক্ষীরা সদর থানায় সোপর্দ করা হয়।

হস্তান্তরকৃত বাংলাদেশিরা হলেন— খুলনার কয়রা থানার নাকসা গ্রামের মো. মনি বিশ্বাসের ছেলে মো. হারুন (৩০), ময়মনসিংহের ফুলবাড়ি থানার ঢামোর গ্রামের সামসুল আলমের স্ত্রী জেবা সাবিহা বিনতে করিম (২২), কিশোরগঞ্জের করিমগঞ্জ থানার সুতারপাড়া গ্রামের মো. সুজনের স্ত্রী জান্নাত বেগম (৩৫), নারায়ণগঞ্জ সদর থানার ভুইগড় গ্রামের আব্দুল আলিমের স্ত্রী নীপা (৩৯), যশোরের অভয়নগর থানার পাইকপাড়া গ্রামের মো. আজিজুল বিশ্বাসের ছেলে মো. ইকরামুল বিশ্বাস (২৪) ও তার স্ত্রী মোছা. রহিমা খাতুন (২৪), সাতক্ষীরার আশাশুনি থানার বুড়িয়া গ্রামের সবুজ মণ্ডলের স্ত্রী রূপা রানী (২৮), একই থানার মহিষকুড় গ্রামের রবীন্দ্র নাথ পরামানিকের ছেলে অনাদী রঞ্জন পরামানিক (৪২)।

জানা গেছে, তলুইগাছা বিজিবি ক্যাম্পের নায়েক সুবেদার মো. আবুল কাশেম এ বিষয়ে একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। 

জিডিতে উল্লেখ করা হয়েছে, গত ১৭ সেপ্টেম্বর রাত ১০টার দিকে ৮ বাংলাদেশি নাগরিক ভারতের হাকিমপুর চেকপোস্ট অতিক্রমের সময় বিএসএফ তাদের আটক করে। পরে বৃহস্পতিবার রাতে আমুদিয়া বিএসএফ কোম্পানি কমান্ডার ইন্সপেক্টর বিকাশ কুমার ও বিজিবির তলুইগাছা ক্যাম্প কমান্ডারের উপস্থিতিতে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে আটক ৮ জনকে বিজিবির কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়।

এ বিষয়ে সাতক্ষীরা সদর থানার ওসি শামিনুল হক বলেন, হস্তান্তরকৃত বাংলাদেশি নাগরিকদের নাম-ঠিকানা যাচাই-বাছাই শেষে তাদের স্বজনদের হাতে তুলে দেওয়া হবে।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের