বৃহস্পতিবার বিকেলের কম্পনটি ‘আফটারশক’

বৃহস্পতিবার,

২৭ নভেম্বর ২০২৫,

১৩ অগ্রাহায়ণ ১৪৩২

বৃহস্পতিবার,

২৭ নভেম্বর ২০২৫,

১৩ অগ্রাহায়ণ ১৪৩২

Radio Today News

বৃহস্পতিবার বিকেলের কম্পনটি ‘আফটারশক’

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৯:১০, ২৭ নভেম্বর ২০২৫

Google News
বৃহস্পতিবার বিকেলের কম্পনটি ‘আফটারশক’

ঢাকা, নরসিংদী, গাজীপুরসহ দেশের বিভিন্ন স্থানে বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বিকেল ৪টা ১৫ মিনিটের দিকে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে।

আবহাওয়া অফিস জানিয়েছে, বিকেল সোয়া ৪টার দিকে ৩ দশমিক ৬ মাত্রার এই ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল নরসিংদী জেলার ঘোড়াশালে।

আবহাওয়াবিদ রুবায়েত কবির বলেছেন, ‘এটা স্বল্পমাত্রার ভূমিকম্প। এর উৎপত্তিস্থল নরসিংদীর ঘোড়াশালে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৩ দশমিক ৬। রাজধানীতে ভূমিকম্প অনুভূত হয়েছে।’

এদিকে ভারতের জাতীয় ভূকম্পবিদ্যা কেন্দ্র (এনসিএস) জানিয়েছে, ভূমিকম্পের মাত্রা ছিল ৩ দশমিক ৬। ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল ১০ কিলোমিটার ভেতরে।

বুধবার (২৬ নভেম্বর) রাত সাড়ে ৩টার দিকে সিলেটেও মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। 

এর আগে, সম্প্রতি দুই দিনের ব্যবধানে বাংলাদেশে চার বার ভূ-কম্পন অনুভূত হয়।

গত শুক্রবার (২১ নভেম্বর) নরসিংদী জেলায় উৎপত্তি হওয়া ৫.৭ মাত্রার ভূমিকম্পে ঢাকাসহ বিভিন্ন এলাকা কেঁপে ওঠে। এতে ঢাকাসহ তিন জেলায় অন্তত ১০ জনের মৃত্যু এবং চার শতাধিক মানুষ আহত হন।

পরদিন শনিবার সকালে একবার এবং সন্ধ্যায় অল্প সময়ের ব্যবধানে দুইবার ভূমিকম্প অনুভূত হয় ঢাকাসহ আশপাশের এলাকায়।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের