ঢাকা মেট্রোরেলে যাত্রীসুবিধা বাড়াতে চালু হচ্ছে অনলাইন রিচার্জ সেবা। আজ মঙ্গলবার (২৫ নভেম্বর) থেকে চালু হওয়া নতুন এই ব্যবস্থার মাধ্যমে যাত্রীরা স্টেশনে লাইনে দাঁড়ানো ছাড়াই ঘরে বসে র্যাপিড পাস বা এমআরটি পাস রিচার্জ করতে পারবেন।
রাজধানীর আগারগাঁও মেট্রোস্টেশনে বেলা পৌনে ১১টায় সেবাটির উদ্বোধন করা হবে। তথ্যটি নিশ্চিত করেছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা রেজাউল করিম সিদ্দিকী। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী শেখ মইনউদ্দিন।
কিভাবে অনলাইন রিচার্জ করবেন
ডিটিসিএর ওয়েবসাইট বা মোবাইল অ্যাপে নিবন্ধন করে লগইন করতে হবে। এরপর কার্ড নির্বাচন করে ক্রেডিট কার্ড, বিকাশ, নগদ, রকেটসহ যেকোনো অনলাইন ব্যাংকিংয়ের মাধ্যমে পেমেন্ট করা যাবে। তবে অনলাইন রিচার্জ কার্যকর হবে শুধু তখনই, যখন স্টেশনে স্থাপিত নতুন এভিএম (অ্যাডভান্সড ভেন্ডিং মেশিন) যন্ত্রে কার্ড স্পর্শ করে তথ্য হালনাগাদ করা হবে।
ফি ও রিফান্ড নীতিমালা
অনলাইন পেমেন্টে পেমেন্ট গেটওয়ে চার্জ প্রযোজ্য হবে। রিচার্জ করা টাকা তিন মাস পর্যন্ত ‘অপেক্ষমাণ’ অবস্থায় থাকবে। এই সময়ের মধ্যে এভিএম যন্ত্রে কার্ড স্পর্শ না করলে টাকা স্বয়ংক্রিয়ভাবে গ্রাহকের অ্যাকাউন্টে ফেরত যাবে, তবে ১০ শতাংশ সার্ভিস চার্জ কেটে রাখা হবে।
গ্রাহক চাইলে রিচার্জের সাত দিনের মধ্যে নিজেও টাকা ফেরত নিতে পারবেন—সেক্ষেত্রেও একই চার্জ প্রযোজ্য।
স্টেশনে নতুন এভিএম যন্ত্র
অনলাইন রিচার্জ কার্যক্রম সহজ করতে উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত ১৬টি স্টেশনে মোট ৩২টি এভিএম যন্ত্র স্থাপন করা হচ্ছে। প্রতিটি স্টেশনে দুটি করে যন্ত্র থাকবে।
কার্ড ব্যবস্থাপনার পরিবর্তন
বর্তমানে কার্ডে যাত্রী তথ্য ও ব্যালেন্স সংরক্ষিত থাকে এবং গেট তা পড়ে নেয়। কিন্তু অনলাইন রিচার্জের তথ্য সফটওয়্যারে থাকবে বলে সাধারণ গেটে টাচ করলেই আপডেট দেখা যাবে না। তাই যাত্রাপূর্বে এভিএম যন্ত্রে কার্ড স্পর্শ করা বাধ্যতামূলক।
মেট্রোরেলের বর্তমান অবস্থা
এমআরটি বা র্যাপিড পাস ব্যবহারকারীরা নিয়মিত ১০ শতাংশ ভাড়া ছাড় পান। বর্তমানে মোট যাত্রীর ৫৫ শতাংশ এই কার্ড ব্যবহার করেন, আর ৪৫ শতাংশ একক যাত্রা কার্ড নেন। প্রতিদিন গড়ে প্রায় সাড়ে চার লাখ যাত্রী মেট্রোরেল ব্যবহার করেন।
অক্টোবরে সময়সূচি পরিবর্তন করে প্রথম ও শেষ ট্রেনের সময় আরও আগানো হয়েছে। উত্তরা উত্তর থেকে প্রথম ট্রেন ছাড়ে সকাল ৬টা ৩০ মিনিটে এবং শেষ ট্রেন রাত ৯টা ৩০ মিনিটে। মতিঝিলে প্রথম ট্রেন সকালে ৭টা ১৫ মিনিটে, আর শেষ ট্রেন রাত ১০টা ১০ মিনিটে ছাড়ে।
আগামী মাসে ট্রেনের মধ্যবর্তী সময় দুই মিনিট কমানোর পরিকল্পনা রয়েছে। কর্তৃপক্ষের আশা, এতে দৈনিক যাত্রীসংখ্যা পাঁচ লাখ ছাড়িয়ে যাবে।
রেডিওটুডে নিউজ/আনাম

