আলোচিত নারী উদ্যোক্তা রোবাইয়াত ফাতিমা তনির বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছেন তার সাবেক স্বামী সদরুল ইসলাম সোয়েব। সোয়েব দাবি করেছেন, তাদের একমাত্র মেয়ে মানতাহা ইসলাম সানভীকে জোরপূর্বক আটকে রেখে বিদেশে পাঠানোর চেষ্টা করছেন তনি।
সোয়েব ২৪ নভেম্বর কিশোরগঞ্জের ১ নং নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে একটি এজাহার দাখিল করেছেন। আদালত অভিযোগটি আমলে নিয়ে আগামী ২২ ডিসেম্বর শুনানির দিন নির্ধারণ করেছেন।
মঙ্গলবার (২৫ নভেম্বর) সকালে কিশোরগঞ্জ শহরের আখড়াবাজার এলাকায় আয়োজিত সংবাদ সম্মেলনে সোয়েব জানান, ২০১৩ সালের ২৮ জুন তাদের বিয়ে হয় এবং পরবর্তীতে জন্ম নেয় মেয়ে সানভী। দাম্পত্য কলহের কারণে ২০১৮ সালের ১১ ফেব্রুয়ারি তারা আলাদা হন। আদালতের শর্ত অনুযায়ী শিশুটি মায়ের কাছে থাকে, কিন্তু বাবার সঙ্গে নিয়মিত দেখা করার সুযোগ দেওয়ার বাধ্যবাধকতা থাকা সত্ত্বেও তনি সেই সুযোগ দিচ্ছেন না বলে অভিযোগ করেন সোয়েব।
সোয়েব দাবি করেন, তনি মেয়েকে ঢাকায় আটকে রেখেছেন এবং তিনি যখনই দেখা করতে চান, তখন বিভিন্নভাবে বাধা দেওয়া হয়। আলাদা হওয়ার পর তনি দ্বিতীয়বার বিয়ে করেন শাহাদাৎ হোসাইনকে, যিনি মৃত্যুবরণ করার পর ইংল্যান্ডপ্রবাসী সিদ্দিককে বিয়ে করেছেন। সোয়েব অভিযোগ করেছেন, তনি বর্তমানে মেয়েকে নিয়ে ইংল্যান্ড যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন।
সংবাদ সম্মেলনে সোয়েব বলেন, “আমার মেয়ে মানতাহাকে তার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক আটকে রাখা হয়েছে। তাকে বিদেশ পাঠানোর চেষ্টা চলছে। শিশুটিকে উদ্ধার ও আমার সঙ্গে দেখা করার সুযোগ নিশ্চিত করতে আইনের সহায়তা চাই।”
সোয়েব আরও অভিযোগ করেছেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে শিশুটিকে ব্যবহার করে তনি ব্যবসায়িকভাবে ভাইরাল হওয়ার চেষ্টা করছেন, যা শিশুর জন্য মানসিক চাপ তৈরি করছে।
রেডিওটুডে নিউজ/আনাম

