মনোনয়ন ঘিরে বিচ্ছিন্ন ঘটনা প্রমাণ করে বিএনপি একটি বড় দল: মির্জা ফখরুল

মঙ্গলবার,

২৫ নভেম্বর ২০২৫,

১১ অগ্রাহায়ণ ১৪৩২

মঙ্গলবার,

২৫ নভেম্বর ২০২৫,

১১ অগ্রাহায়ণ ১৪৩২

Radio Today News

মনোনয়ন ঘিরে বিচ্ছিন্ন ঘটনা প্রমাণ করে বিএনপি একটি বড় দল: মির্জা ফখরুল

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৮:৩৩, ২৫ নভেম্বর ২০২৫

আপডেট: ১৮:৩৪, ২৫ নভেম্বর ২০২৫

Google News
মনোনয়ন ঘিরে বিচ্ছিন্ন ঘটনা প্রমাণ করে বিএনপি একটি বড় দল: মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বাংলাদেশ গণতন্ত্র উত্তোরণের পথে যাচ্ছে, সুষ্ঠু পরিবেশ তৈরি হয়ে গেছে, কোনোরকম ঝামেলা ছাড়াই আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে।

আজ মঙ্গলবার বিকেলে ঠাকুরগাঁও জেলা আইনজীবী সমিতির কার্যালয়ে আইনজীবীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, এরইমধ্যে অন্তর্বর্তী সরকার নির্বাচনের সম্ভাব্য সময় ঘোষণা করেছে। এবং রাজনৈতিক দলগুলো তাদের প্রার্থী ঘোষণা করেছে। দেশে নির্বাচনের আবহাওয়া তৈরি হয়েছে।

মতবিনিময় সভায় মির্জা ফখরুল বলেন, দেশে গণতান্ত্রিক অধিকার ও আইনের শাসন রক্ষায় আইনজীবীরা সবসময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।

আইনশৃঙ্খলার বিষয়ে বিএনপি মহাসচিব বলেন, দেশে বর্তমানে আইন-শৃঙ্খলা স্বাভাবিক রয়েছে। এমন কোনো পরিবেশ নেই, যাতে নির্বাচন ব্যাহত হতে পারে।

মির্জা ফখরুল বলেন, বিএনপি স্রোতস্বতী নদীর মতো। প্রতিটি আসনে চার থেকে পাঁচজন করে প্রার্থী আছে, এতেই বোঝা যায় বিএনপি একটি বৃহৎ রাজনৈতিক দল। 

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন জেলা আইনজীবী সমিতির সভাপতি জয়নাল আবেদীন, সাধারণ সম্পাদক মো. মকদুম সাব্বির মৃদুল, জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিন, সাধারণ সম্পাদক পয়গাম আলী প্রমুখ।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের