আবারও আন্দোলনে নামছেন প্রাথমিকের শিক্ষকরা

মঙ্গলবার,

২৫ নভেম্বর ২০২৫,

১১ অগ্রাহায়ণ ১৪৩২

মঙ্গলবার,

২৫ নভেম্বর ২০২৫,

১১ অগ্রাহায়ণ ১৪৩২

Radio Today News

আবারও আন্দোলনে নামছেন প্রাথমিকের শিক্ষকরা

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৮:৫৭, ২৫ নভেম্বর ২০২৫

Google News
আবারও আন্দোলনে নামছেন প্রাথমিকের শিক্ষকরা

আবারও আন্দোলন কর্মসূচিতে নামছেন প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। দশম গ্রেডসহ তিন দফা দাবির বিষয়ে অগ্রগতি দৃশ্যমান না হওয়ায় আন্দোলনে নামছেন তারা। যদিও আজ মঙ্গলবার পূর্ণ দিবস কর্মবিরতি করেছেন শিক্ষকরা।

শিক্ষকদের কর্মবিরতিতে দেশের সাড়ে ৬৫ হাজার বিদ্যালয়ে আবারও ক্লাস বন্ধ হয়ে আছে।

এবারের কর্মবিরতি চলবে ২৭ নভেম্বর পর্যন্ত।

এর আগে ৯ নভেম্বর একই দাবিতে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি পালন শুরু করেছিলেন শিক্ষকরা। পরে দাবি পূরণের আশ্বাসে কর্মবিরতি থেকে সরে এসে ক্লাসে ফেরেন তারা।

পূর্বঘোষিত ‘প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদ’-এর কর্মবিরতিসহ আন্দোলন কর্মসূচির রয়েছে আগামী ৩০ নভেম্বর থেকে।

‘প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদ’ ব্যানারে রয়েছে প্রধান শিক্ষকসহ শিক্ষকদের ১১টি সংগঠন।
জাতীয় সহকারী শিক্ষক ফাউন্ডেশনের সভাপতি শাহিনুর আক্তার জানান, গত ২৩ ও ২৪ নভেম্বর আমরা অর্ধদিবস কর্মবিরতি শেষে মঙ্গলবার থেকে পূর্ণদিবস কর্মবিরতি শুরু হয়েছে। আগামী ২৭ নভেম্বর পর্যন্ত কর্মবিরতি চলবে। এর মধ্যে যদি মন্ত্রণালয় আমাদের দাবি মেনে নিয়ে প্রজ্ঞাপন জারি না করে তাহলে পরীক্ষা বর্জনসহ ১১ ডিসেম্বর থেকে লাগাতার অনশন কর্মসূচিতে যাবেন তারা।

প্রাথমিকের সহকারী শিক্ষকদের দাবিগুলো হলো, সহকারী শিক্ষক পদকে এন্ট্রি পদ ধরে ১১তম গ্রেড প্রদান, শতভাগ বিভাগীয় পদোন্নতি এবং ১০ ও ১৬ বছরপূর্তিতে উচ্চতর গ্রেডপ্রাপ্তির জটিলতা নিরসন।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের