গভীর রাতে বঙ্গোপসাগরে ৪ মাত্রার ভূমিকম্প, কেঁপে উঠল টেকনাফ

বৃহস্পতিবার,

২৭ নভেম্বর ২০২৫,

১৩ অগ্রাহায়ণ ১৪৩২

বৃহস্পতিবার,

২৭ নভেম্বর ২০২৫,

১৩ অগ্রাহায়ণ ১৪৩২

Radio Today News

গভীর রাতে বঙ্গোপসাগরে ৪ মাত্রার ভূমিকম্প, কেঁপে উঠল টেকনাফ

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ০৯:৫৪, ২৭ নভেম্বর ২০২৫

Google News
গভীর রাতে বঙ্গোপসাগরে ৪ মাত্রার ভূমিকম্প, কেঁপে উঠল টেকনাফ

মধ্যরাতে বঙ্গোপসাগরে সৃষ্ট ভূমিকম্পে হালকা কম্পন অনুভূত হয়েছে কক্সবাজারের টেকনাফে। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) রাত ৩টা ২৯ মিনিটে টেকনাফ থেকে প্রায় ১১৮ কিলোমিটার দূরে ৪ মাত্রার ভূমিকম্পটির উৎপত্তি হয়।

ভূকম্পনবিষয়ক ওয়েবসাইট ‘ভলকানো ডিসকভারি’ জানিয়েছে, টেকনাফে কম্পনের ঝাঁকুনি খুবই অল্প ছিল, ফলে অধিকাংশ মানুষ তা টের পাননি। যদিও উৎপত্তিস্থলের গভীরতা তারা নিশ্চিত করতে পারেনি। তবে ইএমএসসি জানিয়েছে, ভূমিকম্পটি মাটির ১০ কিলোমিটার গভীরে সংঘটিত হয়েছে।

এর আগে গত শুক্রবার রাজধানী ঢাকাসহ দেশের বহু এলাকায় ৫ দশমিক ৭ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। সাম্প্রতিক বছরগুলোতে অনুভূত হওয়া কম্পনগুলোর মধ্যে এটিই ছিল সবচেয়ে তীব্রগুলোর একটি।

হঠাৎ কম্পন শুরু হতেই ঢাকাসহ বিভিন্ন শহরের বহুতল ভবন থেকে বাসিন্দারা আতঙ্কে ছুটে রাস্তায় বেরিয়ে আসেন। 

অনেকেই জানান এত শক্ত কম্পন তারা আগে অনুভব করেননি।

ভূমিকম্পের সময় বাসাবাড়ি, অফিস ও বাণিজ্যিক মার্কেটে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়। নরসিংদী অঞ্চলকে উৎপত্তিস্থল হিসেবে চিহ্নিত ওই ভূমিকম্পে দেশজুড়ে কমপক্ষে ১০ জন প্রাণ হারান এবং আহত হন কয়েকশ মানুষ।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের